" বাংলা ও বাঙালি ' নামক মূল্যবান গ্রন্থে প্রভাত রঞ্জন সরকার বাঙালি লেখকদের অবদান সন্নিবিষ্ট করেছেন
রাঢ়-ভূমির সুসন্তানদের একটা তালিকা লিখছি " বাংলা ও বাঙালী" [ শ্রী প্রভাত রঞ্জন সরকার ] থেকেঃ [১] সাংখ্য দর্শন -প্রণেতা তথা বিশ্বের প্রথম দার্শনিক মহর্ষি কপিল, [২] যোগ-দর্শন প্রণেতা মহর্ষি পতঞ্জলি, [৩] বাংলায় মহাভারত রচয়িতা কাশীরাম দাশ, [৪] বাংলায় রামায়ণ রচয়িতা কৃত্তিবাস ওঝা, [৫] বাংলায় ভাগবত-রচয়িতা মালাধর বসু, [৬] দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস প্রমুখ প্রাচীন বৈষ্ণব কবিগণ, [৭] লোচনদাস ঠাকুর, বৃন্দাবনদাস ঠাকুর, গোবিন্দদাস ঠাকুর প্রমুখ পরবর্তী কালের বৈষ্ণব কবি-গণ, [৮] মঙ্গলকাব্যের কবি ঘনরাম চক্রবর্ত্তী [ধর্মমঙ্গল-কাব্য], কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্ত্তী [চণ্ডীমঙ্গল-কাব্য], রায়গুণাকর ভারতচন্দ্র রায় [অন্নদা-মঙ্গল কাব্য] প্রমুখ, [৯] 'গীত-গোবিন্দম্'-কাব্য -প্রণেতা জয়দেব, [১০] শরৎচন্দ্র, শৈলজানন্দ, তারাশঙ্কর, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ সাহিত্যিক, [১১] বিদ্রোহী কবি তথা সঙ্গীত-স্রষ্টা কাজী নজরুল ইসলাম, [১২] কবি সত্যেন্দ্রনাথ দত্ত, [১৩] ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়, [১৪] রাজশেখর বসু বা পরশুরাম, [১৫] বাঙলার বর্ষপুঞ্জিকা রচয়িতা জয়ন্ত পাণিগ্রাহী, [১৬] গণিত তথা পদার্থবিজ্ঞানে বাংলা ভাষা ব্যবহারের অন্যতম পুরোধা ডঃ মুহাম্মদ কুদরৎ-ই-খুদা, [১৭] ডঃ জ্ঞানচন্দ্র ঘোষ, অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রমুখ বিজ্ঞান-তপস্বী [ তাঁরা জন্মসূত্রে না হয় বংশধারা-সূত্রে রাঢ়ী ছিলেন], [১৮] বিপ্লবী রাসবিহারী বসু, [১৯] পৌরুষের বজ্রকৌস্তুভ নেতাজী সুভাষ চন্দ্র বসু [বংশধারা-সূত্রে রাঢ়ী], [২০] রাজা রামমোহন, [২১] ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, [২২] শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, [২৩] স্বামী বিবেকানন্দ, [২৪] ঋষি শ্রীঅরবিন্দ, [২৫] রবীন্দ্রনাথ ও মাইকেল মধুসূদন [ বংশধারা-সূত্রে রাঢ়ী] [২৬] চৈতন্যচরিতামৃত প্রণেতা কৃষ্ণদাস গোস্বামী, [২৭] চিত্রশিল্পী যামিনী রায়, রামকিঙ্কর বেজ। সাহিত্যসম্রাট বঙ্কিম চন্দ্র, নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ছিলেন সমতটের সন্তান। বাঙালীর সভ্যতায় এঁদের অবদান কতটুকু, তা আর বলার অপেক্ষা রাখেনা। (সুজন মজুমদারের সৌজন্যে )
কোন মন্তব্য নেই