আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে পুস্তক প্রকাশের দাবি
নয়া ঠাহর ,সংবাদদাতা
আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস পুস্তকাকারে প্রকাশের দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দিল আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা।
আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে কোন প্রামান্য ইতিহাস পুস্তিকা আজো প্রকাশিত হয়নি যার ফলে আকসার নেতৃত্বে বরাকের আপামর জনসাধারণের একদশক ব্যাপী আন্দোলনকে সন্মান জানিয়ে ACKHSA এর নেতৃবৃন্দকে অনেক আগেই সন্মান জানায় AUNTEA । এই পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাসকে পুস্তকাকারে প্রকাশের দাবি জানিয়ে আজ উপাচার্যকে স্মারকলিপি দিল আসাম বিশ্ববিদ্যালয় অশিক্ষক কর্মচারী সংস্থা।
সংস্থার সদস্যরা আজ এই মর্মে এক সভায় মিলিত হন এবং এই সভার যৌথ সিদ্ধান্ত অনুযায়ী তারা উপাচার্যের কাছে উক্ত দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে চিঠি মারফত এই ব্যাপারে AUNTEA এর তরফে সভাপতি শ্রী সাগ্নিক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড: পিনাক কান্তি রায় অবগত করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানোর অনুরোধও করেছেন।
উল্লেখ্য যে,প্রায় ছয় বছর আগে আরো একবার এই সংস্থার পক্ষ থেকে ACKHSA কে সন্মান জানানো হয় এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস প্রকাশ করার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু তাঁতে তখনকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব একটা গুরুত্ব দেননি। এবার এই পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেন তা অবশ্যই লক্ষণীয় হবে। AUNTEA প্রদীপ দত্ত রায়কে যে চিঠী ঐ চিঠিতে উল্লেখ করছে যে উনারা সারাকলিপিতে লিখেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যাহাতে ইতিহাসের ডিসপ্লে বোর্ড লাগানো হয় ।
কোন মন্তব্য নেই