হোজাই গ্রামে জমজমাট বসন্ত উৎসব
গ্ৰ৷মের বাসন্তি পূজার আয়োজনে বসন্ত উৎসবের
আনন্দ
দীপম আচার্য
আমি কাল অসমের এক ছোট্ট গ্ৰ৷মে এক বাসন্তি পূজোর অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই গ্ৰ৷মটি হোজাই শহর থেকে প্রায় 20কি.মি. দুরে যুগিজান হয়ে যেতে হলো। গ্ৰ৷মটির নাম 'ওয়ারিগেদিং, পূর বস্তি। সেখানে বাসন্তি পূজা উপলক্ষে এক সাংস্কৃতি অনুষ্ঠানে আমরা লামডিং কিশোর কুমার ফেন্স ক্লাব কিছু গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছিলাম সঙ্গে লামডিং পুষ্প ডান্স একাডেমি এবং হোজাইয়ের কল্পনা ডান্স ইন্সটিটুয়েট এর পরিচালনায় বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করা হয়। তার মধ্যে বাসন্তি পূজার নবমি তে নবরুপে দূ্রগা নৃত্য নাট্যটি দেখার মতো ছিল। সবথেকে বড় কথা জানতে পারলাম যে এত বড় পূজাটি তেমন কোনো চাঁদা গ্ৰ৷মের লোকের থেকে তোলা হয় না। গ্ৰ৷মেঋ পন্চায়েত এবং সেই গ্ৰ৷মের প্রায় 70শতাংশ ছেলেরা আসাম পুলিশের চাকুরি করে, তাদের এই বিশাল সহযোগিতায় এই পূজো হয়।আমরা পৌছেই দেখতে পেলাম এক সুন্দর দৃশ্য। দুইজন মহিলা খুব সুন্দর মায়ের আরতি করছিলেন। উনাদের নাম জানতে পারলাম, সিন্ধুরানি চৌধুরি এবং পূর্নিমা বিশ্বাস।সেই দজগ্ৰ৷মের পূজোর আনন্দ উপভোগ করলাম। পাথারের মাঝে অনেক ছোট ছোট খাবারের দোকান । পূজা কমিটির সম্পাদক বিপ্লব শর্মা সভাপতি নারায়ন বিশ্বাস।
কোন মন্তব্য নেই