Header Ads

হাফলং এ সাই এর পোস্টার প্রতিযোগিতা

*সংবাদদাতা,হাফলং, ৫ এপ্রিল :* 

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আয়োজিত ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ পোস্টার প্রতিযোগিতা ২০২৫ এ হাফলং পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের বৃহৎ সফলতা। উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের তিন ছাত্র প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলে সক্ষম হয়েছে। চলতি বছরের ১৫ জানুয়ারী থেকে ১৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল মানুষকে একটি সুস্থ ও সক্রিয় জীবনধারা গ্রহণে অনুপ্রাণিত করা। সারা দেশ থেকে ৫০০০-এরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় হাফলং-এর শিক্ষার্থীরাও গুয়াহাটিতে রাজ্য পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এই প্রতিযোগিতায় তাদের নকশা পোস্টার জমা দিয়েছিল। অসম রাজ্য পর্যায়ের গ্রুপ এ (বয়স গ্রুপ - ১০ থেকে ১৩) তে, স্কুলের ছাত্র প্রিয়ব্রত দেব দ্বিতীয় স্থান দখল করার পাশাপাশি ছাত্রী উপাসনা সাহা তৃতীয় স্থান দখল করে। একই বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী অদিতি দেব গ্রুপ বি (বয়স গ্রুপ - ১৪ থেকে ১৭) তে প্রথম স্থান দখল করে। উল্লেখ্য, প্রিয়ব্রত দেব ও অদিতি দেব এই দুই পড়ুয়ার পিতা হাফলং প্রেস ক্লাবের সম্পাদক তথা দৈনিক যুগশঙ্খ'র হাফলংয়ের প্রতিনিধি সাংবাদিক পঙ্কজকুমার দেব। 
হাফলং সেন্ট অ্যাগনেশ কনভেণ্ট এইচ এস স্কুলের ছাত্র ভৈভব কুণ্ডু গ্রুপ বি (বয়স গ্রুপ - ১৪ থেকে ১৭) তে দ্বিতীয় স্থান দখল করে হাফলঙের নাম উজ্জ্বল করেছে। এই প্রতিযোগিতাটি তিনটি স্তরে আয়োজিত হয়েছিল, গ্রুপ এ (বয়স গ্রুপ - ১০ থেকে ১৩), গ্রুপ বি (বয়স গ্রুপ - ১৪ থেকে ১৭) এবং গ্রুপ সি (বয়স গ্রুপ - ১৮ থেকে ২১)। 
হাফলং পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত। পিএম শ্রী কেভি, হাফলং-এর অধ্যক্ষ ডঃ লোকেশ কুমার গুপ্তা রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্কুলের নাম গৌরবময় করার জন্য ছাত্র ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখলকারীদের যথাক্রমে ৫,০০০, ৩,০০০ এবং ২,০০০ টাকা নগদ পুরস্কার, ভারতের ক্রীড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সার্টিফিকেট এবং একটি টি-শার্ট প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.