Header Ads

বাংলার পয়লা বৈশাখ ,অসমের বিহু উৎসব বর্ণময় বসন্ত উৎসব কপৌ ফুলে সূচনা হয়

অমল গুপ্ত ,গুয়াহাটি : আর কদিন বাদেই অসমের চিরন্তন বিহু উৎসব ,নতুন বছর   সমৃদ্ধির বছর গাছে গাছে কপৌ ফুল আগাম জানান দিচ্ছে। "আমি আসছি "।ওদিকে পশ্চিমবঙ্গে তথা সারা বিশ্বে বাঙালি সমাজ ১৪৩১ বাংলা সালের বছরের প্রথম দিন   নানা কর্মসূচির মাধ্যমে  পয়লা বৈশাখ উদযাপন করবে।পশ্চিমবঙ্গের  তৃনমূল সরকার দিনটি পশ্চিম বঙ্গ জন্ম দিবস হিসাবে পালন করার কথা জানিয়েছে।    শ্যামা প্রসাদ মুখার্জী  ,  প্রণবা  নন্দ প্রমুখ  বাঙালি হিন্দুদের জন্যে নিজস্ব রাজ্যের স্বপ্ন দেখেছিলেন  সেই হিন্দুরা আজ পশ্চিমবঙ্গে কোণঠাসা , আজ  বাংলদেশে র মত নিজের  এই রাজ্যে বাঙালি হিন্দুদের জীবন জীবিকার নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। অসম বরঞ্চ অনেক ভালো আছে। বিহু উৎসবে জাতপাত ধর্মের উর্দ্ধে এই  উৎসব উদযাপন করা হয়।শুধু বাংলদেশে নয়  ভারতের বাঙালি  অধ্যুষিত  রাজ্য গুলিতে বাঙালি হিন্দুর আজ কোণঠাসা। বাঙালি হিন্দুদের মধ্যে    ইউনিটি নেই।  আজও নেতাজি, বিবেকানন্দ কে ভাঙিয়ে খাচ্ছে।অধিকাংশ এর  মেরুদন্ড    নেই।অন্যায়ের প্রতিবাদ করতে   জানেনা ।   এই অন্যায় বৈষম্য   ,নির্যাতন সবকে উপেক্ষা করেও   গাছে গাছে বসন্তের কচি পাতা  অর্কিড বা কপৌ ফুলে  পরিবেশ কে রঙিন করে তুলেছে।এই বর্ণময় বসন্ত উৎসবে গগনা  বাঁশীর সুরে   বিহু নৃত্য  জমে উঠবে।  কৃষি উৎসব প্রাণ ফিরে পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.