২৬ হাজার চাকরি বাতিল , আপনা দের জন্য কষ্ট হয়, কিন্তু নিজেদের বিবেক কে জিজ্ঞাসা করুন
*আপনারা যোগ্য, মানছি। আপনাদের সাথে খুব অন্যায় হল, মানছি।*
আপনাদের একেকজনের ডিগ্রি, মেধা সব শুনছি। সত্যিই খারাপ লাগছে। আপনারা নিরীহ মানুষ। ভালো ছেলে-মেয়ের মতো শুধু পড়াশোনা করে গেছেন। স্বপ্ন দেখেছেন শিক্ষক হওয়ার। হয়েছেন। এই আপনারা কখনও রেগে কখনও কাঁদতে কাঁদতে বলছেন— আপনারা কখনও কোনো রাজনীতি করেন নি। ঠিক এইখানে এসেই আমার প্রশ্ন জাগছে, করেন নি কেন? হ্যাঁ, আপনাদের প্রশ্ন করছি, রাজনীতিটা করেননি কেন? এগারো থেকে এই পর্যন্ত কোনও অন্যায় হতে দেখেন নি? কামদুনির সময়! ওহ্! তখন তো আপনি পড়াশোনা করছিলেন! এরপর সুজেট! জানেন তো ঘটনাটা? অথবা তাপস পাল যখন ছেলে ঢুকিয়ে দেবে বলল প্রতিবাদীদের ঘরে! নাহ্, সে তো আর আপনার বাড়িতে ঢোকাবে বলেনি! আপনি নিরীহ মানুষ, রাজনীতির মধ্যে থাকেন না, প্রতিবাদে থাকেন না, আপনি সেফ।
সেই স্টিং অপরেশন! আমরা বিস্ফারিত চক্ষে দেখলাম ঘুষের টাকা নিচ্ছে একের পর এক নেতা মন্ত্রী! আপনি সে সময় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন সম্ভবত। নারদ যখন দুর্নীতির পাহাড় বানাল— আত্মহত্যা করছিল একের পর এক ক্ষতিগ্রস্ত মানুষ! আপনি তখনও রাজনীতি করার কথা ভাবেন নি! শিক্ষক নিয়োগ যখন টাকার খেলায় পরিণত হলো—তখন! তখন কী ভেবেছেন? ভেবেছেন, আপনি তো ভালো মানুষ, এসবের মধ্যে থাকেন নি, আপনি সৎ মানুষ, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, আপনার কিচ্ছু হবে না! শিক্ষামন্ত্রী তার গার্লফ্রেন্ড সহ জেলে, খাদ্যমন্ত্রী গরীব মানুষের বরাদ্দ খাওয়ার নিজে খেয়ে এখন জেলে। আপনার কি? এসবে আপনার কি! শিক্ষকতার চাকরি পেয়েছেন, আপনি নিরীহ ভালো মানুষ, এবার জমিয়ে সংসার করবেন। ছেলেপুলে করবেন, নিজের আদর্শে তাদের বড় করবেন, এইতো!
আর চাকরি পাওয়ার পর, জমিয়ে যখন সবে সংসার শুরু করেছেন, বগটুই গ্রামের দশজন মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। ওই দশটা ছাই হয়ে যাওয়া শরীরও আপনার ঘুম ভাঙাতে পারেনি। পাশের বাড়িতে আগুন লেগেছে দেখেও আপনার ঘুম ভাঙেনি। কিন্তু আজ যে সে আগুন আপনার ঘরও ছুঁলো রে ভাই! ভাবুন, আজ যদি আপনার আশেপাশের মানুষগুলোও ঠিক আপনার মত নির্লিপ্ত থাকে!
আপনি রাজনীতির ভিতরে না থাকলেও রাজনীতি কিন্তু আপনাকে ছুঁয়ে যাবে ঠিকই—শুধু আপনার শর্তে নয়, তার নিজের শর্তে। 'নিরপেক্ষ' থাকাটা আসলে এক ধরনের ছদ্মনিরাপত্তা, যা দুষ্ট শাসনের হাত থেকে রক্ষা করতে পারে না। অব্যবস্থা, দুর্নীতি, নিপীড়ন—এসব নিরপেক্ষতা মানে না।
নিজেকে নিরাপদ ভেবে কত বড় ভুল করছিলেন এতদিন ধরে, বুঝেছেন তো! অব্যবস্থার কুপ্রভাব থেকে কেউই রেহাই পাবে না। দুর্নীতির বিষাক্ত শিকড় যখন চারদিকে বিস্তৃত, তখন নিরপেক্ষতা মানে ধ্বংসকে আমন্ত্রণ করা। অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করে, তাকে নীরবে মেনে নিয়ে কেউই টিকে থাকতে পারে না, পারবে না। যে রাজনীতি সমস্যা তৈরি করেছে, সেই রাজনীতির মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে। *পালানোর রাস্তা নেই—কারণ আগুন যখন লাগে, তা ঘরভেদে বিভাজন করে না।*
কোন মন্তব্য নেই