সাম্প্রদায়িক হানাহানির মাঝে ব্যতিক্রম কান্দি মহকুমা, হোম চড়ক মেলায় ব্যস্ত ,সম্প্রীতির ছবি
অমল গুপ্ত , গুয়াহাটি : ওয়াকফ আইন নিয়ে অশিক্ষিত গরীব মুসলিমদের উল্টোপাল্টা বুঝিয়ে রাজনীতি কারবারিরা মুর্শিদাবাদ জেলাতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিল। উজ্জ্বল ব্যতিক্রম ছিল কান্দি মহকুমা ।এই প্রাচীন কান্দি শহরে চিরাচরিত পরম্পরা মেনে হোমের মেলা অনুষ্ঠিত হয়। চড়ক উৎসবে যথেষ্ট ভিড় ছিল। রুদ্রদেবের মন্দিরে নরমুন্ড লাঠির মাথায় নিয়ে ভক্ত দের তান্ডব নৃত্য , একমাস কঠোর উপবাস ব্রত পালন করার পর রুদ্র দেবের ভক্তরা সারা শরীর রক্ত রাঙ্গা আবির ,গলায় শ্বেত করবি ফুলের মালা পড়ে , উপবাসের অন্তিম দিনে কাঁধে পালকি তে জাগ্রত রুদ্র দেব কে বসিয়ে কান্দি শহর পরিক্রমা করেন । হাজার হাজার ভক্ত প্রাণ মানুষ ভিড় জমায়। হিন্দু মুসলিম সব জনগোষ্ঠী মানুষ এই মেলাতে অবগাহন করেন। এই মেলায় ভিড় নিয়ন্ত্রণ করতে কান্দি পৌরসভার পৌরপতি জয়দেব ঘটক ,এবং বিধায়ক অপুর্ব সরকার ওরফে ডেভিড ,এবং কান্দি পুলিশ থানা কর্তৃপক্ষ কে পথে নামতে দেখা গেছে। তারা প্রশংসার দাবি রাখে। মুর্শিদাবাদ জেলা ছিল অগ্নিগর্ভ উজ্জ্বল বাতিক্রম ছিল কান্দি মহকুমা সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন তুলে ধরে।
।
কোন মন্তব্য নেই