Header Ads

প্রদীপ কে আইনি নোটিশ প্রতিবাদ আকসার

নয়া ঠাহর, সংবাদদাতা;

প্রদীপ দত্তরায়কে আইনি নোটিশ পাঠানোর জন্য করিমগঞ্জ পুলিশের বিরুদ্ধে সরব হল আকসা যুব ফ্রন্ট।

সমষ্টি পুনর্বিন্যাসের নামে বরাক উপত্যকার দুটি বিধানসভা‌ আসন কর্তন করার প্রতিবাদে ২০২৩ সালের ২৭শে জুন বরাক উপত্যকা ব্যাপী সর্বাত্মক বনধ পালনের ডাক দিয়েছিল প্রদীপ দত্তরায়ের নেতৃত্বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি কংগ্রেস দলও এদিন বনধ পালনের আহ্বান করেছিল যাতে সমর্থন জানিয়েছিল আরো অনেক বিরোধী দল। এই নিয়ে প্রদীপ দত্তরায়ের বিরুদ্ধে মামলা করেছেন করিমগঞ্জ পুলিশের কর্তারা যার পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মে তাকে করিমগঞ্জ কোর্টে হাজিরা দেবার জন্য সম্প্রতি  নির্দেশ পাঠানো হয়েছে। এর প্রতিবাদে এবার সরব হল সারা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট এসোসিয়েশনের যুব শাখা।

এক প্রেস বার্তায় যুবশাখার সভাপতি সজল দেবরায় বলেন যে এই নোটিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রদীপ দত্তরায়কে হেনস্থা করার জন্যই পাঠানো হয়েছে। নাহলে ঘটনার দুবছর পর এভাবে নোটিশ পাঠানোর কথা নয়। এছাড়া এজাহারে অন্যান্য দলের উল্লেখ থাকলেও কোন পদাধিকারীর নামোল্লেখ নেই। সজল দেবরায় এদিন বলেন যে প্রদীপ দত্তরায় এই উপত্যকার অন্যতম প্রাক্তন ছাত্রনেতা এবং এক প্রতিবাদী ব্যাক্তিত্ব। তাঁকে হেনস্থা করার এইধরনের উদ্যোগ নিন্দনীয় এবং এটি প্রকারান্তরে গনতান্ত্রিক অধিকারকে খর্ব করার প্রচেষ্টা। তিনি বলেন যে ২৭ শে জুনের বনধ সফল করার কৃতিত্ব বরাকের আপামর জনসাধারণের, যারা এদিন স্বতঃস্ফূর্ত ভাবে এতে অংশগ্রহণ করেছিলেন , কোন দলীয় ক্যাডারদের জোর জবরদস্তি বা ভীতি প্রদর্শনের জন্য নয়। তিনি বলেন সেদিন সরকারের একতরফা অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত ব্যক্ত করেছিলেন সারা বরাকবাসী। অথচ দুর্ভাগ্যের বিষয় যে আজো এই সিদ্ধান্ত প্রত্যাহার হয়নি ,উল্টে কার্যকর করা হয়েছে।

আকসা যুব ফ্রন্টের সভাপতি এদিন আরো বলেন যে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে দীর্ঘ একদশক ব্যাপী আন্দোলন চলেছিল আকসার নেতৃত্বে, তার অন্যতম রূপকার ছিলেন প্রদীপ দত্তরায়। তার এই ভূমিকার জন্য আজ এই উপত্যকার ছাত্র ছাত্রীরা অনায়াসে উচ্চশিক্ষার সুযোগ নিতে পারছেন। বরাকের প্রত্যন্ত অঞ্চলের ছাত্র ছাত্রীরাও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন। তিনি বলেন যে এরপরও বরাক উপত্যকার জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে নিয়ত সরব রয়েছেন প্রদীপবাবু। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক হিসেবে তার প্রতিবাদী ভুমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে,কারণ এখনকার রাজনৈতিক সামাজিক পরিবেশ এমনই দাঁড়িয়েছে যে জনগণের প্রতিবাদী কন্ঠস্বর ভীষনই স্তিমিত হয়ে পড়েছে।

সজল দেবরায় করিমগঞ্জ পুলিশের এই ধরনের দুরভিসন্ধিমূলক পদক্ষেপকে ধিক্কার জানানোর পাশাপাশি এদিন অবিলম্বে এই নোটিশ প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসন‌‌‌ তথা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আকসা যুব ফ্রন্টের পক্ষ মইনুদ্দিন চৌধুরী এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.