পাকিস্থানীদের খুঁজে ফেরৎ পাঠাবার নির্দেশ কেন্দ্রের
পাকিস্তানিদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ
মৌমিতা দাস ,
রাজ্যে রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাঁদের নিজেদের দেশে ফেরানোর বন্দোবস্ত করতে প্রত্যেক মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। তখনই তিনি জানান যে, রাজ্যে কোনও পাকিস্তানি নাগরিক রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। কেউ থাকতে তাঁদের দ্রুত শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। এ দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে না যাওয়ার তাঁর সঙ্গে অমিত শাহের ফোনে কথা কি না, তা স্পষ্ট নয়।
পাকিস্তানিদের ফেরানো নিয়ে শাহের এই নির্দেশের পাশাপাশিই ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানিদের ব্যাপারে কী ভাবে পদক্ষেপ করা হবে, তা শুক্রবার সবিস্তারে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রশাসনিক সূত্রের দাবি শুরুবার রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। জানা গিয়েছে এ ব্যাপারে শীঘ্রই লিখিত বার্তা পাঠাবে কেন্দ্র। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, সাধারণ ভিসার আসা পাকিস্তানিদের নিজের দেশে ফিরে যেতে হবে ২৭ এপ্রিলের মধ্যে। চিকিৎসা ভিসা নিয়ে আসা পাকিস্তানিদের ক্ষেত্রে সেই সময়সীমা বাড়িয়ে ২৯ এপ্রিল করা হয়েছে। তবে দীর্ঘমেয়াদি বা কুটনৈতিক ভিসাধারীদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হবে, তা কেন্দের সবিস্তার নির্দেশিকা পেলে বোঝা যাবে বলে মত আধিকারিকদের একাংশের। সংশ্লিষ্ট সূত্র আরও জানাচ্ছে, কেন্দ্রের বার্তা পেলে পুলিশ, এবং এমনকি জেলা প্রশাসনগুলির কাছে তা পাঠিয়ে দেওয়া হবে। এই তথ্য প্রচারের ব্যবস্থাও করতে পারে সরকার। (আনন্দবাজারের সৌজন্যে)
কোন মন্তব্য নেই