সন্ত্রাসবাদীদের জাত ধর্ম হয় না দাবি মমতার ,প্রধানমন্ত্রী কড়া জবাব দেবেন অঙ্গীকার দেশবাসীর কাছে
নয়া ঠাহর ,অমল গুপ্ত ,কোলকাতা ;ভারতে বাস করা পাকিস্তানপন্থী জঙ্গিদের দের চিহ্নিত করার ডাক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।তিনি দাবি করেন ভারতবিরোধী সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পহেলগাও নৃশংস ২৬ জন 😎 পর্যটক হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে ,বলেন ক্ষমার অযোগ্য ,অপরাধ , কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তিনি বলেন সন্ত্রাসবাদীদের জাত ধর্ম হয়না। অথচ সন্ত্রাসবাদীরা জামাপ্যান্ট খুলিয়ে হিন্দু পুরুষ চিহ্নিত করে হত্যা করে।কলাম পড়ার নির্দেশ দেন। নিহত এক ব্যক্তির পত্নী পল্লবী কে সন্ত্রাসবাদীরা বলেন" তোমাদের মোদিকে বল্ পাক মদত পুষ্ট সন্ত্রাসবাদীরা পুলিশের পোশাক পড়ে মাথায় হেলমেট তাতে ক্যামেরা ছিল বলে প্রত্যক্ষ প্রত্যক্ষ দর্শীরা জানান। প্রধানমন্ত্রী আজ পাকিস্তানকে সতর্ক করে বলেন ভারত হত্যার ঘটনায় জবাব দেওয়ার জন্যে তৈরী।প্রধাণমন্ত্রী বলেন সন্ত্রাসবাদীরা ভারতের আত্ম কে আঘাত করেছে।ভারত এমন জবাব দেবে টা কল্পনা করা যাবে না।
কোন মন্তব্য নেই