৮০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়
শিল্পায়নের সওয়াল মমতার
পশ্চিম মেদিনীপুরের শিলবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে শিল্পায়ন নিয়ে বিরোধী দলগুলির অভিযোগকে ফের অপপ্রচার বলে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এখানে ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা বলছে রাজ্যে শিল্প কিছু হচ্ছে না, তাঁরা নিজের চোখে দেখুন। আপনারা আমার সমালোচনা করতে পারেন কিন্তু কোনও ভাবেই আমাকে উপেক্ষা করতে পারবেন না। কারণ আমরা শুধু মুখে বলি না। কাজেও করে দেখাই। তারই প্রমাণ এই বিদ্যুৎ প্রকল্প।
এখানে ৮০০ মেগাওয়াটের দু'টি ইউনিট গড়তে ১৬,০০০ কোটি টাকা ঢালতে সজ্জন জিন্দালের সংস্থা জেএসডব্লিউ এনার্জি। উংপাদিত বিদুৎতের পুরোটাই ২৫ বছরের জন্য কিনে নেবে সরকার। এই মর্মে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই রাজ্যে শিল্পায়নের প্রমাণ হিসেবে তিনি বিদ্যুৎ ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরেন। বলেন আমাকে প্রতি দিন কিছু বলতে হয়। তাই আজ সব বললাম না কালকের জন্য কিছু তুলে রাখলাম। বিরোধীদের উদ্দেশে তাঁর বার্তা, বাংলায় কিছু হয় না বলে দাবি করে যাঁরা, তাঁরা এগুলো চোখে দেখতে পারে না।
কোন মন্তব্য নেই