Header Ads

অসমের প্রথম বাংলা চ্যানেল সীমান্ত অনুপ্রবেশ নিয়ে দুর্দান্ত প্রতিবেদন পেশ করেছে

অমল গুপ্ত ,গুয়াহাটি , অসম থেকে  বাংলা স্যাটালাইট চ্যানেল  নিউজ লাইফ বাংলা পয়লা বৈশাখ সূচনা হল।সূচনা পর্বে  বাংলাদেশী  অনুপ্রবেশ নিয়ে দুর্দান্ত প্রতিবেদন পেশ করেছে।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মা ও পত্নী  রিনিকি ভূঁইয়া  শর্মার উদ্যোগে নিউজ লাইফ বাংলা শুরু হয়েছে বলে  সংবাদ সূত্রে জানা গেছে।  বাংলাদেশ অসম   পশ্চিমবঙ্গ,  মেঘালয়ের  সীমান্তে  সব জায়গায় কাঁটা তারের বেড়া সম্পূর্ণ হয়নি।নদী সীমান্ত সুরক্ষিত নয়।পশ্চিম বঙ্গ সীমান্ত বর্ডার অতিক্রম করে সারাদিন এমন কি দিনেও  অনুপ্রবেশ চলে। মায়ানমারের  রোহিঙ্গা মুসলিম  থেকে শুরু করে   চোরাপাচার কারী জেহাদি দুষ্কৃতী সবাই সীমান্ত অতিক্রম করতে চার হাজার টাকা ব্যয় হয় বলে নিউজ লাইফ বাংলা  চ্যানেল  সাংবাদিকরা  তদন্ত মূলক প্রতিবেদনে দাবি করেছে। ওয়াকফ আন্দোলন কে মারমুখী করতে  এই দুষ্কৃতীদের ব্যবহার করার অভিযোগ আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.