সারা দেশে আজ রাম নবমী উদযাপিত হচ্ছে
অমল গুপ্ত , ৬ এপ্রিল ,গুয়াহাটি ; সারা দেশে আজ রামনবমী উদযাপন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে একাংশ মুসলিম সম্প্রদায় এই পবিত্র উৎসবের পাশে এসে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিরppp উজ্জ্বল ছবি তুলে ধরা হয়েছে। হিন্দু ধর্মগুরু কার্তিক মহারাজ বলেছেন রাম নামেই ঘুরে দাঁড়াবে বাংলার মানুষ।সনতানীদের আইকন হচ্ছেন রাম চন্দ্র। তিনি বলেন রাম নবমীর বিরুদ্ধে শাসক ফল পথে নামলেই রাজ্যে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে।তার প্রতিবাদ আগে হোক। সানাতনীদের বাধা দিতে আসবেন না।; তিনি আরো বলেছেন বামপন্থীরা বরাবর ভারতীয় সংস্কৃতির বিরোধী।সম্প্রতি পূর্ব ইউরপ রাশিয়ার বামপন্থীরা রাম নামের মধ্যে শান্তির পথ খুঁজছেন। সৌদি আরবে রামায়ণ অনুবাদ হচ্ছে,বিষ্ণু মন্দির গড়ে উঠেছে। হিন্দুদের পবিত্র রাম নবমীতে শোভাযাত্রা বেরোলে অনেক জায়গাই মুসলিম ভাইয়েরা ফুল
ছিটানোর সম্প্রীতির ছবি ধরা পড়েছে এই বাংলাতে। আজ পশ্চিমবঙ্গে পাঁচ হাজার প্রার্থীদের কাছ থেকে নেতা মন্ত্রীরা মোটা অঙ্কের টাকা তোলার দায়ে ২৬ হাজার যুবক বেকার হয়ে গেল। কে হিন্দু কে মুসলিম বাদবিচার না করা বাংলার মানুষ লাগাতার দূর্নীতি, ধর্ষণ কালবাজারী কালবাজারি দের বিরুদ্ধে পথে নামুন। হিন্দু মুসলিম বিভাজন নিয়ে রাজনীতি বন্ধ করুন। শেষ হয়ে যাওয়া থেকে রাজ্যে কে বাঁচান। অসমে চাকরি বদলে বাংলার ঘুষ নেওয়ার একটি অভিযোগ নেই। আজ বাঙালিদের মেরুদন্ড দুর্বল হয়ে গেছে। ২৬ হাজার চাকরি বাতিলের যন্ত্রনা ভুলে আবার উৎসবে সামিল হবে।তৃনমূল দল কেই ভোট দেবে। ২৬ হাজারের পর ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক চাকরি যাবে বলে এক আইন জীবি জানালেন। সরকার নির্বাচন করতে অফিসার পাবেনা । এই জটিল সময় হিন্দু মুসলিম জাত ধর্ম ভুলে সবাই রাজ্যের কলঙ্ক মোচনে এগিয়ে আসুন। জোট বেঁধে চাকরি আদায় করুন।এমন আহ্বান সোশ্যাল মিডিয়া তে উঠেছে। তৃনমূল সরকার পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের জন্মতিথি পালনের ডাক দিয়েছে।
কোন মন্তব্য নেই