Header Ads

৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ভারত ছাড়তে হবে

নয়া ঠাহর ,কোলকাতা : পয়েলগ্রাম কাণ্ড র পর ২৬ জন পর্যটক কে হত্যার পর  ভারত সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে পাক নাগরিকদের ফিরে যেতে হবে। ভিসা দেওয়া বন্ধ।ওয়াগাগা সীমান্ত বন্ধ ,  সিন্ধু জল বন্টন  বন্ধ,  কাল সর্ব দল বৈঠক ডাক দেওয়া হয়েছে।জল স্থল আকাশ পথে লাল সংকেত  জারি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.