Header Ads

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সাংবাদিক দের বিহুর শুভেচ্ছা জানান

অমল গুপ্ত ,১ এপ্রিল ,গুয়াহাটি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  অসমের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের   বিহু র শুভেচ্ছা জানান। রাজ্যিক  জন সংযোগ  কার্যালয়ের দুই মহিলা কর্মী   সাংবাদিকদের  সরকারি আবাসে গিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সুদৃশ্য প্যাকেট এ রঙালি বিহুর  গামছা ভরা প্যাকেট  পৌঁছিয়ে দেন।। গুয়াহাটি   হাতিগাঁও বকুল বন  ,৫ নম্বর আবাসে   মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ  দৃষ্টি নন্দন  প্যাকেট  পাঠানো হয়।  সাংবাদিক অমল গুপ্তের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী  কে বিহু র শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.