Header Ads

বাংলদেশে হিন্দু নির্যাতন অব্যাহত , মোদি ইউনূস বৈঠক গুরুত্ত পেল না

অমল গুপ্ত ,গুয়াহাটি ৫ এপ্রিল ,গুয়াহাটি : বাংলদেশে  তদারকি সরকার প্রধান  মহম্মদ ইউনূস  সে দেশে বিনাবিচারে বন্দি  হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ করে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোনো আস্বাস দিলেন না।চুপ করে থাকলেন।প্রধান 
মন্ত্রী নরেন্দ্র মোদীর  মন জয় করার জন্যে তার সঙ্গে মোদীর এক পুরোনো ছবি দেখালেন। ব্যাংককের  এক বৈঠকে।বাংলদেশে হিন্দু দের উপর অত্যাচার চলছে।  ইউনূস সায়েব  চিন চিন সফর করে ভারত বিরোধী চুক্তি করে এসেছেন বলে সংবাদ সূত্রে দাবি করা হয়েছে। সংসদে কংগ্রেস সাংসদ প্রদুত  বরদলে  চীনের  বৃহৎ বাঁধ নির্মাণের কথা জানান।ভারতের হুমকি আসবে বলে আশঙ্খা  ব্যক্ত করেন। ইউনূস চিন গিয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি  রাজ্যে  কেবল স্থল ভাগ ঘেরা  একমাত্র বাংলদেশে জল ভাগ আছে সেই অঞ্চলে ব্যবসা করার জন্যে চিনকে অনুরোধ করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর পাল্টা জানান ইউনূসের দাবির  যুক্তি নেই। বঙ্গোপসাগর  ,ভারত মহাসাগর উপকূলে ভারতের নিয়ন্ত্রণ পুরোমাত্রায় আছে। সেভেন সিস্টার্স  বঙ্গোপসাগর  যোগ আছে।শুধু স্থলভাল কেন হবে।দের প্রধান মন্ত্রী  পাকিস্থান আর চীনের সঙ্গে  বাংলদেশে র কি ধরনের চুক্তি হয়েছে  টা স্পষ্ট করতে বলেন ইউনূসকে।  ইউনূস স্পষ্ট ব্যাখ্যা
  দেন নি।আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  মহম্মদ ইউনিস সম্পর্কে কড়া ভাষায় নোট দিয়েছেন তিনি বলেছেন ইউনিস কোনো নির্বাচনে দাড়ায় নি। প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসেননি  ।সেদেশে বাংলদেশে  নির্মাতা মুজিবর রহমানকে অপমান করা হচ্ছে।   সেদেশে প্রতিটি  সরকারি কার্যলয়ে বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমানের ছবি টানানোর পরামর্শ দিয়েছেন ।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.