Header Ads

বাঙালি হিন্দুদের সঙ্গে বিশ্বাস ঘাতকটা করছে ভারত সরকার : সুস্মিতা দেব

অমল গুপ্ত , ৩ এপ্রিল ,গুয়াহাটি :  রাজ্যসভায়  তৃনমূল সাংসদ সুস্মিতা দেব  .    বাঙালি হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরেন। তিনি কার্যত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এন আর সি নামে ডিটেনশন ক্যাম্প নামে ভারত সরকার  বাঙালি হিন্দুদের  মারাত্বক ভাবে নির্যাতন করছে। কয়েকশ কোটি টাকা খরচ করে এন আর সি হল। প্রথমে ৪০ লাখের নামে কাটা হল স্বরাষ্ট্র মন্ত্রী খুশি হলেন। ৪০ লাখ বিদেশী কে বিতারণ করা হবে।পড়ে চূড়ান্ত তালিকায় ১৯ লাখ বাদ পড়ল প্রায় সবাই বাঙালি। এই প্রক্রিয়া চলার সময় ২৬ লাখ বাঙালি হিন্দুর আধার কার্ড  আটকিয়ে রাখা হল।আজ পর্যন্ত  নাগরিকের সব অধিকার থেকে বঞ্চিত হিন্দু বাঙালি। পরে ১৯ লাখ বাদ পড়ল  প্রায় সবাই বাঙালি।  আজও ডিটেনশন ক্যাম্প  পড়ে আছে কিছু বাঙালি।বাঙালি হিন্দুদের নির্মম ভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে বাংলদেশে  ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার চুপ।   বরাকের আইকন সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা  দেব জ্বালাময়ী ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে কার্যত তুলো ধনা করেন। তিনি হিন্দু বাঙালিদের প্রতি কেন্দ্রের বৈষম্য ব্যবহার  চোখে আঙুল তুলে দেখিয়ে দেন।এযাবৎ কালে সুস্মিতা  এধরনের জ্বালাময়ী ভাষণ  দেশের বাঙালিরা মনে রাখবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.