বাংলা নতুন বর্ষে রেল শহরে বর্ণময় শোভাযাত্রা
নয়া ঠাহর :সংবাদদাতা;
বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের উদ্যোগে মংগল সোভা যাত্রার আয়োজিন করা হয় লামডিংয়ে লামডং এর রাজ পথে অনুষ্ঠিত হয় বৰ্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
লামডিং সমষ্টির বিধায়ক শিবু মিশ্ৰ উদ্বোধন করে এই শোভাযাত্রা।।
এরপর লামডিঙের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রা করে এবং রাস্তার ধারে নৃত্য শিল্পীরা নৃত্য পরিবেশন করেন অবশেষে এই শোভাযাত্রা গোবিন্দ ভবনে সমপ্ত হয় । গোবিন্দ ভবনে সঙ্গীতের অনুষ্ঠানের পর পরম্পরা মেনে পান্তা ভাত ইত্যাদি খাদ্য গ্রহণ করা সকালে মিলে।আজকের এই অনুষ্ঠানে প্রায় পচ শতাধিক মানুষ অ
স্বপন দাস , লামডিং ।
কোন মন্তব্য নেই