হিন্দু মা বোনেদের সুরক্ষার দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বদরপুরের মহিলা সমাজের
*হিন্দু মা-বোনর সুরক্ষার দাবিতে বদরপুরে মিছিল নারী সমাজের*
*সুরজিৎ দাস, পাঁচগ্রাম:*
ভিন্ন ধর্মীয় লালশা শিকার হিন্দু মা-বোনের সুরক্ষার দাবিতে নারী সমাজের আন্দোলন উত্তাল হয়ে উঠল গোটা বদরপুর। বৃহস্পতিবার বদরপুর শহরের নারী সমাজসহ বিজেপির মহিলা কর্মীরা সড়ক পথে মিছিল করে দর্শনকারীদের ফাঁসির দাবি করেন। তারা যৌন শোষণকারীদের ফাঁসি চাই নারী জাতি সুরক্ষার চাই হুশিয়ার ইত্যাদি ধ্বনিতে কাঁপিয়ে তুললেন গুটা বদরপুর এলাকায়। বিশাল মিছিলের মধ্যে বদরপুর থানা ও সার্কেল কার্যালয়ে পৃথক পৃথক অভিযোগপত্র প্রদান করেন। মঙ্গলবার রাতে এস টি সি বাসে এক যুবতীকে অপকর্মে জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। তাছাড়া নারীজাতীয় সুরক্ষার জন্য মুখ্যমন্ত্রী কঠোর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন ইদানিং বরাকের বিভিন্ন জায়গায় ভিন্নধর্মীদের লালসার শিকার হচ্ছেন হিন্দু মা-বোনেরা।তাই শীঘ্রই এ ধরনের কান্ডে অভিযুক্তদের ফাঁসির কাটগড়ায় না ঝুলালে এ ধরনের অপকর্ম রুদ্ধ করা সম্ভব নয়। দিনের আলো কিংবা রাতের অন্ধকারে নারী জাতি চলাচল মুশকিল হয়ে পড়েছে। বলতে গেলে এই ধরনের জিহাদের জন্য চরম সুরক্ষা হীনতায় ভুগছেন। তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন। মনে হচ্ছে পার্শ্ববর্তী বাংলাদেশ হিন্দুদের উপর অমানবিক আচরণের ছায়া যেন বরাকে ছড়িয়ে পড়েছে। মাত্র পাঁচ দিনের মধ্যে কাটিগড়া হাইলাকান্দি শ্রীভূমি নিলামবাজার নাবালিকা ধর্ষণের মত জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে তাই এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার কাছে শীঘ্রই কঠোরতম পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। নারী সমাজের কর্মীরা বলেন সরকারের এত কঠোর শাসনের পরেও এ রাজ্য লাভ জিহাদ হিন্দু যুবতীদের ভিন্ন ধর্মীয় লালসার শিকার হতে হচ্ছে। তাই সরকার এই কুলাঙ্গারদের বিরুদ্ধে চরম ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতিতে ভয়াবহ আকার ধারণ করবে। এদিন শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে জিহাদিদের বিরুদ্ধে তীব্র খুব প্রকাশ করেন । শেষ খবরে জানাযায় এইসব কাণ্ডে জড়িতদের কঠোর থেকে কোঠারতম সাজার দাবী উঠে।
কোন মন্তব্য নেই