অসমে জলবায়ু পরিবর্তন গবেষণায় অফিস গড়বেন হিমন্ত বিশ্ব শর্মা
অমল গুপ্ত, ৫ এপ্রিল ,গুয়াহাটি : বিশ্বের সবচেয়ে বেশি জটিল ভয়ঙ্কর সমস্যা জলবায়ু পরিবর্তন , ভূগর্ভের জল ভান্ডার শেষের পথে , অত্যধিক গরম সব পুড়ে যাচ্ছে।আবার ঠাণ্ডার পারদ নামছে। একদিকে ঝড় বৃষ্টি তুফান আবার ভূকাঁম্পের মত প্রাকৃতিক বিপর্যয় , মায়ানমার থাইল্যান্ড ব্যাংকক কে তছনছ করে দিল।এই সব কারণ জলবায়ু পরিবর্তন ,অসমের মুখ্যমন্ত্রী গভীর সমস্যা বুজতে পেরেছেন তার এই সম্পর্কে গবেষণা কার্যালয় গড়ার প্রস্তাব কে প্রসংশা করতেই হবে। অসমের গর্ব বনজঙ্গল পরিবেশ নদ নদী জলাশয় সব দূষণ ছড়াচ্ছে।গতকাল রাজ্যে কেবিনেট কমিটির বৈঠকে এই গুরুত্ত পূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রাজ্যের
। বনজঙ্গল পাহাড় প্রকৃতি সবুজ ধ্বংস চলছে।প্রকৃতির ভারসাম্য নেই।এই প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন নিয়ে অসম সরকারের গবেষণা করতে কার্যালয় গড়ার প্রস্তাব যে ধন্যবাদ জানাতে হবে। অপরদিকে বড় ল্যান্ড আঞ্চলিক পরিষদ মহাকাশ গবেষণা জন্যে এখান থেকে বিজ্ঞানের ছাত্র পাঠিয়ে ট্রেনিং ব্যাবস্থা করেছে প্রমোদ বড়ো র প্রস্তাব খুব ভাল প্রাসঙ্গিক।
কোন মন্তব্য নেই