হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার পুজো উৎসব দেশ জুড়ে
রামনবমী
মৌমিতা দাস :
হিন্দু দেবতা রাম বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থ গুলিতে রামকে অযোধ্যায় রাজা সম্বোধন করা হয়। আজ রামনবমী। হিন্দু পঞ্জিকা অনুসারে, নবরাত্রির শেষদিনে অনুষ্ঠিত হয় রামনবমী। সেদিনেই ভগবান রামকে পুজো করা হয়। ইতিমধ্যেই রামনবমী উপলক্ষে সেজে উঠেছে রাম জন্মভুমি অযোধ্যা। নিরাপত্তার খাতিরে শহর জুড়ে নানারকম নিয়ম কানুন বেঁধে দেওয়া হয়েছে। যাই হোক, হিন্দুধর্মে রাম একজন জনপ্রিয় দেবতা। ভারত, নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রামপুজো করা প্রচলিত হয়েছে। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জম্মোংসব পালন করা হয়। রামনবমী হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উংসব। অনেকেই বাড়িতে রাম লালার পুজো করেন। প্রিয় খাবার সাজিয়ে রাম শালাকে নৈবেদ্য দেন।
কোন মন্তব্য নেই