গাছ লাগান প্রাণ বাঁচান
গাছ লাগান, প্রাণ বাঁচান’, পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নেপাল পাড়ি দিলেন উত্তরপাড়ার যুবক
গাছ এবং জল - এই দুই-ই হল প্রকৃতির অন্যতম অমূল্য সম্পদ, যা রক্ষা করার দায়িত্ব আমাদের অর্থাৎ সাধারণ মানুষের। জলের অপচয় এবং নগরায়নের জন্য নির্বিচারে গাছ কাটার উদাহরণ আজ সারা বিশ্বে বর্তমান। বলা বাহুল্য, প্রকৃতির উপর এই অত্যাচার সমাজ তথা মানুষের জীবনে ক্রমেই এক বিভীষিকা নিয়ে আসছে। তাই সমাজকে বাঁচানোর তাগিদে এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে এক হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিলেন উত্তরপাড়ার এক যুবক। গন্তব্য নেপালের ‘লোয়ার মসতং’। আর সঙ্গী কেবল দু’চাকার একটি প্রিয় মোটরবাইক। যুবকের নাম দেবরাজ রায়।
কোন মন্তব্য নেই