Header Ads

কাশ্মীর ৩ বাঙালি সহ ২৬ জন পর্যটক নিহত



নয়া ঠাহর ,অমল গুপ্ত ২৩ এপ্রিল ,,কান্দি জেল রোড : কাশ্মিরের পাহেল গাঁও কলকাতার বিতান অধিকারী সহ ,২৬জন পর্যটক নিহত হন। কাশ্মিরের বৈশান এই পর্যটক দের ক্যাম্প ধর্ম খুঁজে খুঁজে জঙ্গিরা গুলি চালায় ।অমর নাথ যাত্রার আগে গুজরাট ,নেপাল ,বাংলার পর্যটক দল এক রিসোর্ট ছিল।সৌদি আরব কাটছাঁট করে প্রধান মন্ত্রী ফিরে আসছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই ঘটনা তীব্র নিন্দা করে কাপুরুষ এর কাজ বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার  প্রেসিডেন্ট পুতিন এই ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে।ঘটনার নিন্দা
করেছে। বিতান অধিকারী , মণীশ রঞ্জন ,সমীর গুহ এই তিনজন বাঙালি সহ  ২৬ জন  নিহত হয়েছেন।    এক নিহত পর্যটকের পত্নী পল্লবী অভিযোগ করেন জঙ্গিরা গুলি করার সময় বলেন" আপনারা মোদিকে  বলুন " হিন্দু দেখে আর মাথার সিঁদুর দেখে গুলি করা হয়। কাশ্মিরের সাধারণ মানুষ গতকাল এই হত্যার তীব্র নিন্দা করে মোমবাতি মিছিল করে বলে খবর এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত্ সাহ ঘটনা স্থলে রওনা হয়েছেন।প্রধাণমন্ত্রী বিদেশ টুর কাটছাঁট করে ফিরছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.