কাশ্মীর ৩ বাঙালি সহ ২৬ জন পর্যটক নিহত
করেছে। বিতান অধিকারী , মণীশ রঞ্জন ,সমীর গুহ এই তিনজন বাঙালি সহ ২৬ জন নিহত হয়েছেন। এক নিহত পর্যটকের পত্নী পল্লবী অভিযোগ করেন জঙ্গিরা গুলি করার সময় বলেন" আপনারা মোদিকে বলুন " হিন্দু দেখে আর মাথার সিঁদুর দেখে গুলি করা হয়। কাশ্মিরের সাধারণ মানুষ গতকাল এই হত্যার তীব্র নিন্দা করে মোমবাতি মিছিল করে বলে খবর এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত্ সাহ ঘটনা স্থলে রওনা হয়েছেন।প্রধাণমন্ত্রী বিদেশ টুর কাটছাঁট করে ফিরছেন।
কোন মন্তব্য নেই