Header Ads

অসমের রেল শহর লামডিং বাংলা নববর্ষ উদযাপন

  নয়া ঠাহর , সংবাদদাতা :নব বর্ষের প্রাক মুহূর্তে লামডিঙে বাংলা সাহিত্য ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে আয়োজিত আলপনা অংকন অনুষ্ঠান।

বিগত বহু বছর ধরেই এই পরম্পরা অব্যাহত রেখেছে বংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সদস্যরা।

চৈত্র মাসের শেষে সারা রাত জেগে নববর্ষ কে স্বাগত জানাতে আজ লামডিং কালি বাড়ির সম্মুখের পথে মহিলা পুরুষ সকলকে দেখা যায় বিভিন্ন ধরনের আলপনা অংকনে করতে।

বাংলা সাহিত্য ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগতারা জানান যে বিগত ৮ - ৯  বছর ধরেই বাংলার বিভিন্ন সাংস্কৃতি যে গুলো লুপ্ত প্রায় সেগুলো কে এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে। আজকের এই অনুষ্ঠানে মন্চের সদস্য ছরাও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরও অংশ গ্রহন করেন। ( স্বপন দাস লামডিং)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.