Header Ads

খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস প্রয়াত

পোপ ফ্রান্সিস  প্রয়াত

নাম: হোহে মারিয়ো বেগোলিয়ো 
 
 লাতিন আমেরিকা থেকে প্রথম পোপ।
  
৭৪১ খ্রিস্টাব্দে সিরিয়ার তৃতীয় গ্ৰেগরির মৃত্যুর প্রায় ১২০০ বছর পরে ইউরোপের বাইরে থেকে পোপ।
  
 আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের ইটালীয় পরিবারে জন্ম। ৫ ভাই- বোন। বাবা মারিয়ো হোসেন বেগোলিয়ো হিসাবরক্ষক। মা রেজিনা মারিয়া। 
 
 ডিপ্লোমাধারী রাসায়নিক প্রযুক্তিবিদ। কাজ করেছেন রাসায়নিক পরীক্ষাগারে। ঝাড়ুদার, পাহারাদার, নাইট ক্লাবের বাউন্সারের কাজও করেছেন।
  
 ২১ বছর বয়সে‌ গুরুতর অসুখে বাদ পড়েছিল ফুসফুসের একাংশ। যার জের চলেছিল জীবনভর। 

জীবনের মোড় ঘুরে গিয়েছিল পাপ স্বীকার করতে গিয়ে এক পাদ্রির সঙ্গে পরিচয়ের পরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.