পশ্চিমবঙ্গে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল
নয়া ঠাহর , অমল গুপ্ত :৪ এপ্রিল ,গুয়াহাটি : গত ৩ এপ্রিল সুপ্রিমকোর্ট কলকাতা হাইকোর্টের রায় কে বহাল রেখে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেন। পাঁচ হাজারের কিছু বেশি প্রার্থী মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল সেই অসৎ দের রক্ষা করতে ২৬ হাজার শিক্ষক কে বলি দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এই রায় মানতে অস্বীকার করেন। তিনি কমিটি গঠনের কথা বলে ৭ এপ্রিল। সবার সঙ্গে কথা বলবে বলে আস্বাস দেন।পশ্চিমবঙ্গ জুড়ে কান্নার রোল নতুন বাংলা বছর পয়লা বৈশাখ । ওম আর শিট জ্বালিয়ে দিয়ে সৎ অসৎ মিলিয়ে শেষ রক্ষা গেল না ,মাত্র পাঁচ হাজার অসৎ প্রার্থীদের বাঁচাতে সরকার ২৫ হাজার,,
৭৫২ জন কে বলি দিল। গত ৩এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার এই নজিরবিহীন রায় দেন। দুই বিচারপতি রায়ে জানান এক ভয়ঙ্কর দূর্নীতি হয়েছে সৎ অসৎ বিভাজন করা যাবে না। বাতিল এবং সাদা খাতা জমা দেওয়া প্রার্থীদের প্রমাণ পাওয়া গেলে ১২ শতাংশ সুদ সহ টাকা সরকারকে ফেরৎ দিতে হবে। ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি থাকবে। প্যানেল এর বাইরে যারা চাকরি পেয়েছে এবং সদা খাতা জমা দিয়েছে তাদের টাকা ফেরৎ দিতে হবে। ২০১৬ থেকে সরকারি মাধ্যমিক স্কুলে বৈধভাবে চাকরি পাওয়া শিক্ষকরা ,৪০ হাজার টাকা করে বেতন পাচ্ছিলেন। তাদের ও সুদ সহ টাকা ফেরৎ দিতে হবে।সরকার এই রায় পর্যালোচনার জন্যে রিভিউ পিটিশন করবে বলে জানা গেছে। চাকরি যাওয়া প্রার্থীদের সঙ্গে মুখ্যমন্ত্রী আগামী ৭ তারিখে মিলবে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই