বাংলদেশে র আদালত থেকে শুরু করে প্রতিটি কার্যলয়ে বঙ্গ বন্ধু মুজিবর রহমানের ছবি লাগানোর নির্দেশ ডোনাল্ড ট্রাম্প
অমল গুপ্ত ,গুয়াহাটি : আমেরিকা এমন নির্দেশ দিতে পারে কিনা ,আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন বাংলদেশে প্রতিটি সরকারি কার্যলয়ে বঙ্গ বন্ধু মুজিবর রহমানের ছবি লাগাতে হবে।দুমাস সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প।বাংলদেশে জামাত সহ মৌলবাদীরা বঙ্গবন্ধুর সরকারি আবাস ধ্বংস করে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে চুরমার করে মাথায় প্রস্রাব করে দেয় । সেই বাংলদেশে তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূস চিনে গিয়ে লাল কার্পেট সম্মান পেলেন। বহুকোটি টাকা সাহার্য্য আস্বাস পেলেন।তারপরেই আমেরিকার এই কড়া নির্দেশ। বাংলদেশে পুনরায় আওয়ামী লীগের সমর্থক জেগে উঠেছে। পাকিস্থানের উর্দ ভাষী সেনা ৩০ লাখ বাঙালি কে হত্যা করে ছিল,৪ লাখ হিন্দু রমণী ধর্ষনের শিকার হয়েছিল । আমেরিকার কড়া নির্দেশ আওয়ামী লীগ প্রাণ ফিরে পেয়েছে।হিন্দুদের উপর লাগাতার অত্যাচার এবার কমবে। হিন্দু সাধু চিন্ময় কৃষ্ণ প্রভু এবার মুক্তি পাবে কি?
কোন মন্তব্য নেই