ত্রিপুরার আগরতলার দৃষ্টি নন্দন রাজবাড়ী ঐতিহাসিক ভবন
অমল গুপ্ত ,৫এপ্রিল ,গুয়াহাটি : উত্তরপূর্ব র অন্যতম শহর আগরতলা এই শহরের অন্যতম দর্শনীয় স্থান শহরের বুকে বিশাল রাজবাড়ী। বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুর সাত বার ত্রিপুরা দর্শন করে বেশ কিছু দিন থেকে স্মরণীয় সাহিত্য রচনা করে গেছেন। আগরতলা সুন্দর পরিকল্পিত শহর ছিল ,এখন আছে কি? এই শহর থেকে বাংলা দৈনিক সংবাদ , দৈনিক সন্দন প্রকাশ পায়।৪৫ কিলোমিটার দূরে জা গ্রত টিপুরেশ্বরী অসমের কামাখ্যা ধামের মত পর্যকদের ভিড়। প্রধান আকর্ষণ রাজবাড়ী সেখানে বাংলদেশে মুক্তি লড়াই নিয়ে মিউজিয়াম দেখে এসেছি। বাঙালিদের লড়াইয়ের বহু দুর্লভ চিত্র ঠাঁই পেয়েছে। এই শহরে প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার থাকেন। এই রাজ্যের প্রয়াত মন্ত্রী অনিল সরকারের অসম।প্রেমের প্রমাণ পেয়েছি। এই শহরে বিনা কনভয়ের এই প্রতিবেদক কে নিয়ে এক গ্রামের হোস্টেলে নিয়য়েছিল সেখানে ছাত্র ছাত্রীরা বিহু নৃত্য প্রদর্শন করে তাক লাগিয়ে দেই। অনিল বাবু অসম বাংলাকে একজোট করে সাংস্কৃতিক সেতু বন্ধনের স্বপ্ন দেখতেন। তিনি ভূপেন হাজারিকার বড় ভক্ত ছিলেন। প্রাক্তন মূখ্যমন্ত্রী মানিক সরকার তার সাক্ষাৎকার নেবার সময় বলেছিলেন সেখানে তাদের গরীব রাজ্যে অতিথি দের লাল চা আর মুড়ি ছাড়া কিছু দেওয়া হয়না। লাল চা খেয়ে ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের গভীর সম্পর্কের কথা জানিয়ে ছিলেন। রবীন্দ্র ভবনে রবীন্দ্র স্মৃতি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ছিলেন। সেই আমন্ত্রণ গ্রহন করেছিলাম যার স্মৃতি আজও সতেজ।
কোন মন্তব্য নেই