অসমের সর্বচ্চো অসামরিক পুরস্কার "বৈভব " পাচ্ছেন প্রাক্তন সেনা অফিসার রানা প্রতাপ কালিতা
অমল গুপ্ত ,৩এপ্রিল ,গুয়াহাটি: অসমের সর্বচ্চো অসামরিক পুরস্কার শংকর দেব পুরস্কার নয় ,এবার ২০২৪ সালে সর্বচ্চো পুরস্কারের নাম অসম" বৈভব" দেওয়া হল অবসরপ্রাপ্ত সেনা অফিসার রানা প্রতাপ কলিতা কে.। আজ গুয়াহাটি শ্রীমন্ত শংকর দেব আর্ন্তজাতিক প্রেক্ষাগৃহে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য প্রদান করেন। দ্বিতীয় পর্যায়ের সর্বচ্চো পুরস্কার অসম সৌরভ পুরস্কার পাচ্ছেন ৬জন।আর ১৩ জন পাচ্ছেন অসম গৌরব পুরস্কার। হরেকুরি গ্রাম ও হাতি বন্ধু গ্রামের এন জি ও কে এই পুরস্কার দেওয়া হবে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রী সভার সদস্য বিধায়ক সাংসদ ও জন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ের সর্বচ্চো অসামরিক পুরস্কার পাচ্ছেন ৬জন। সুব্রামানিয়াম রাম দুরাই , দ্বীপেন বড়ুয়া ,ডাক্তার বাপি পাল , হেমন্ত দত্ত, পূরবী সাইকিয়া ,এবং উমা ছেত্রি । অসম গৌরব পুরস্কার পাচ্ছেন তিনটি এন জি ও সহ ১৩ জন।তারা হলেন ফুলেশ্বরী দত্ত ,মীনাক্ষী দাস ,পার্থিব সুন্দর গগৈ ,ধীরেন্দ্র নাথ পাল ,হরিদাস দাস ,বিণাং টেরন ,নজরুল হক , বিশ্বজিত বড়া ,ভারত চন্দ্র কালিটা ,বড় লংফা নার্জারি ,রামচন্দ্র নর্জারি উপ মেন্যু বরকটকি ডেভিড প্রতীম গগৈ এবং চরণ আহেম ,হারেকুরি গ্রাম ও হাতি বন্ধু গ্রামের এন জিও কে এই পুরস্কার দেওয়া হচ্ছে।এর আগে ক্যান্সারের ক্ষেত্রে অবদান থাকা তপন কুমার সৈকিয়া কে সর্বচ্চো বৈভব পুরস্কার দেওয়া হয়।
কোন মন্তব্য নেই