প্রতিবেশী নেপালে হিন্দু রাষ্ট্রের দাবিতে জোরালো আন্দোলন চলছে
নয়া ঠাহর ,গুয়াহাটি : ১৫ এপ্রিল :প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপাল হিন্দু রাষ্ট্রের দাবিতে জোর আন্দোলন শুরু করেছে। কাঠ মুণ্ডু তে গতকাল বিশাল মিছিল থেকে হিন্দু রাষ্ট্রের দাবিতে সরব হয়।নেপালে তিন কোটি জনসংখ্যার দেশ ৮০ শতাংশ হিন্দু হিন্দুরা হনুমান জয়ন্তী উপলক্ষে শোভা যাত্রা বার করলে সে দেশের ৬ শতাংশ মত মুসলিম জনগোষ্ঠী হিন্দুদের হনুমান জয়ন্তী সফল করার জন্যে পাশে দাঁড়াই। সেদেশে রাজা জ্ঞানেন্দ্র শাহ সমর্থক র হিন্দু রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছে। সেদেশে বর্তমানে প্রধান মন্ত্রী কে পি ওলির গনতান্ত্রিক যৌথ দল সরকার মাওবাদি দল বিরোধী পক্ষের মাওবাদী নেতা পুষ্প কোমল দাস (প্রচণ্ড ) হিন্দু রাষ্ট্রের বিরোধী। কংগ্রেস ,মাওবাদী দলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। জনগণের ব্যাপক ক্ষোভ কে কাজে লাগিয়ে রাজা নেপালে হিন্দু রাষ্ট্রের পক্ষে জোরালো সওয়াল করছেন। কাঠমন্ডু শহরের মেয়র বলেন শাহ খুবই জনপ্রিয় ।সে নির্দল কোনো দলের নয়।রাজধানী শহরে রাস্তা ঘাট উন্নয়নে জবর দখল ভাঙতে মেয়র ভূমিকা নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত প্রসংশা করেছেন।ভারতের প্রধনমন্ত্রী নেপালের হিন্দু রাষ্ট্রের দাবিকে সমর্থন করেছেন। তিনি। মন্তব্য করেছেন ভারত নেপাল হিন্দু রাষ্ট্র হলে বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে গড়ে উঠবে। ভারতের অঙ্গ রাজ্যে কে বাংলদেশে সামিল করার চক্রান্ত চলছে বলে অভিযোগ।( ছবি পাঠিয়ে ছেন দণ্ডী রাজ ডাহাল)
কোন মন্তব্য নেই