Header Ads

অসম নাগরিক মঞ্চ উদ্বেগ প্রকাশ করেছে

পাহেলগাম এর নরহত্যায় উদ্বিগ্ন অসম নাগরিক মঞ্চের প্রেস বিবৃতি :-
তাং:-২৩  সে এপ্রিল,'২৫,
হোজাই।
     
কাশ্মীরের পাহেলগাম হত্যাকাণ্ডকে অসম নাগরিক মঞ্চ কঠোর ভাষায় নিন্দা করে।কাপুরুষ'চিত এই হত্যাকাণ্ড এক মাত্র নরাধম দের দ্বারাই সম্ভব। নিরীহের রক্তে বারবার ফাগু খেলে ইসলামিক সন্ত্রাসবাদীরা প্রমাণ করছে ইসলাম আদৌ শান্তির ধর্ম নয়। অন্য ধর্মকে তারা সহ্য করতে পারে না। তাই সন্ত্রাসবাদী নরপশুরা নিরীহদের হত্যা করার পূর্বে কলিমা পড়তে বলেছিল। যাঁরা পড়তে পেরেছিল হিন্দু হলেও তাঁরা বেচে নর হত্যার চাক্ষুষ সাক্ষী হয়েছে। ইসলাম যে অন্য ধর্মের প্রতি অসহনশীল  ইউনূসের বাংলাদেশ ,পাকিস্তান, আফগানিস্তান  তার জ্বলন্ত উদাহরণ। ইসলামকে শান্তির ধর্ম রূপে প্রতিষ্ঠা করতে হলে শুভ বুদ্ধী সম্পন্ন ইসলাম ধর্মী জনগণ ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই আহ্বান শান্তি প্রিয় বিশ্ববাসীর। আহ্বান অসম নাগরিক মঞ্চেরও।সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তানকে এক ঘরে করতে ভারত সরকারকে অগ্রনী তথা আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হতে অসম নাগরিক মঞ্চ আহ্বান জানায়।সন্ত্রাসবাদের পিতৃ পুরুষ আমেরিকা শুধু দুঃখ ও নিন্দ প্রকাশ করে হাত ধুয়ে বসে থাকলে চলবে না। ট্রামপের আমেরিকা যে সন্ত্রাস বাদকে প্রশ্রয় দেবে না তা প্রমান করতে সন্ত্রাসবাদ কে প্রশ্রয় দেয়া দেশের সাথে আমেরিকাকে সকল সম্পর্ক ছিন্ন করে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদী দের অস্ত্র সরবরাহ কারি আমেরিকান কম্পেনিগুলোকে ব্ল্যাক লিষ্টেড করে আমেরিকা প্রমাণ করুক তাঁরা সন্ত্রাসবাদের বিপক্ষে।
অসম নাগরিক মঞ্চ মনে করে পহেলগাম হত্যা কাণ্ড পালোওমার হত্যা কাণ্ডের পুনরাবৃত্তি। পালোওমার হত্যা কাণ্ডের দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিলে হয়ত ভারত সরকারকে আজকের এই দিন দেখতে হত না। পালওমার হত্যা কাণ্ডের ব্যবহৃত এত বৃহৎ পরিমাণের RDX উৎস যদি ভারত সরকার খুঁজে বের করত তাহলে সন্ত্রাসবাদের কোমর ভেঙ্গে যেত। কিন্তু কেন তদন্তে ভারত সরকারের অনীহা ছিল? জানতে চায় দেশ মাতৃকার সুসন্তান গণ।কাশ্মীরের তৎকালীন রাজ্যপাল সাতপাল সিং উত্থাপিত প্রশ্নাবলীর উত্তর কেনই বা দিচ্ছেন না ভারত সরকার? পালওমার হত্যা কাণ্ড যেমন' raw '   NIA সমেত সকল ধরনের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা ছিল অনুরূপ ভাবে পাহেলগাম হত্যা কাণ্ডও প্রমাণ করল গুয়েন্দা বিভাগের ব্যর্থতা।
অসম নাগরিক মঞ্চ পাহেলগাম হত্যা কাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করে,এবং দোষীদের মৃত্যা দণ্ড দাবী করে।
ইতি 
অসম নাগরিক মঞ্চের হয়ে
বিজয় চক্রবর্তি 
সাধারন সম্পাদক

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.