Header Ads

কোনো অর্থ সাহায্য নেবেন না

কোনও অর্থ সাহায্য নেবে না পরিবার 
 সিপিএম শমসেগঞ্জের হিংসাত্মক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করল পরিবার। শুধু খুনের ঘটনা নয়। উমরপুর থেকে শমসেগঞ্জে পর্যন্ত সমস্ত ঘটনাকে এই তদন্তের আওতায় আনতে হবে।
   জাফরাবাদের নিহত পরিবারের বৃদ্ধ এক সময় সিপিএমের দলীয় সদস্য ছিলেন। ১৯৭৮ সালে এলাকায় সিপিএমের পঞ্চায়েত সদস্য হিসেবে জয়ী হন। তবে শমসেরগঞ্জের সিপিএমের প্রাক্তন বিধায়ক তোয়াব আলি বলেন কিন্তু দীর্ঘ দিন দলের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তাঁর পরিবারের লোকজনও কেউ আর দলের সঙ্গে যুক্ত হননি। রাজনীতিও করতেন না। 
  রবিবার রাজ্য সরকারের সাহায্য গ্ৰহণ করার জন্য তৃণমূল নেতাদের আর্জি যেমন ফিরিয়ে দিয়েছেন মৃতের পরিবার ঠিক তেমনিই সিপিএমের বিগ্ৰেড সমাবেশ তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার নামে অর্থ সংগ্রহেরও বিরোধির করেন। নিহত পুত্রের স্ত্রী এ দিন জানান, কোনও রাজনৈতিক দলের কাছে কোনও আর্থিক সাহায্য তারা চাননি। তা নেবেনও না। 
  বিজেপি নেতারা এখনও ওই পরিবারের সঙ্গে সে ভাবে দেখা করেননি। তবে প্রথম থেকেই জনসমক্ষে বার্তা দিয়েছেন, তাঁরা পরিবারটির পাশে রয়েছেন।এর মধ্যে শনিবার মহিলা কমিশনের যে দুই প্রতিনিধি পরিবারের সঙ্গে দেখা করলে, পরিবারের তরফে বলা হয়, এলাকায় যেন বিএসএফ ক্যিম্প বসে ও এনআইএ যেন তদন্তে নামে। কমিশনের সদস্যেরা আশ্বাস দিয়েছেন, বিষয়টি তাঁরা দিল্লিতে জানাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.