আবার জীবনদায়ী ৭৮৪ টি ঔষধের দাম বাড়লো
অমল গুপ্ত ,গুয়াহাটি : কেন্দ্রীয় সরকার আর দেশের শ্রমজীবী গরীব মানুষদের সুস্থভাবে বাঁচতে দেবে না। ঔষধ আর গরীব মানুষ সমর্থক শব্দ। দেশে ডাক্তারের মত লোভী জাত আর নেই । কোনো ঔষধপত্র না থাকা অধিকাংশ হাসপতালে গরীব রুগীদের সর্বশান্ত করে ছারে লোভী অসাধু ডাক্তাররা । জাল ভুয়ো ঔষধ অবাধে চলছে বাজারে।আর অসাধু ডাক্তাররা রোগীদের ঘর ঘটি বাটি মাটি সব বিক্রি করতে বাধ্য করে।সরকার সুস্থ ভাবে বেঁচে থাকার সব অধিকার কেড়ে নিচ্ছে। জর ,প্রেসার কিডনি ,পক্ষাঘাত থেকে শুরু করে সব ঔষধ এর দাম ১,৭৪ শতাংশ বাড়িয়ে দিল। দেশকে লুট করে ব্যাংক কে লুট করে বড় বড় শিল্প পতি দেশ ছেড়ে পালাচ্ছে তাদের ধরতে পারছে না সরকার। গরীবদের পকেট কেটে টাকা তুলতে চাইছে।
কোন মন্তব্য নেই