Header Ads

মার্চ এপ্রিল মাস দেশজুড়ে তীব্রা দাব দাহ শুরু

অমল গুপ্ত ,৮ এপ্রিল ,গুয়াহাটি : ৮ মার্চ  ২৫ চৈত্র   দেশ জুড়ে তীব্র  তাপ প্রবাহ শুরু হয়েছে। দেশ জুড়ে লাল সংকেত জারি করেছে আবহ দফতর।দিল্লী   সহ গোটা উত্তর ভারত তাপ প্রবাহ    সেই সঙ্গে ভূগর্ভের জল স্তর নিচে নেমে গেছে ।রাজস্থান  এর মধ্যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার হয়ে গেছে। চেন্নাই সহ দক্ষিণ ভারত  প্রচন্ড জল কষ্ট সঙ্গে তাপ প্রবাহ  চলছে।দেশের ২১ টি রাজ্যে তাপ প্রবাহ চলছে।৪২ ডিগ্রি সেলসিয়াস থেকে নামছে না।কেবল গুয়াহাটি  ২৯ ডিগ্রি ,রাজস্থানের বারমা অঞ্চলে ৪৫ ডিগ্রি ছুঁয়ে গেছে। এবার বৃষ্টিপাত কম হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। জলের উৎস  নদী খাল বিল জলাশয় সব শুকিয়ে হচ্ছে।  দেশের রাজনীতিক দল সংগঠন। দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে ভাবনা চিন্তা করে বলে মনে হয়না।এপ্রিল মে মাসে অসমে বন্যার  প্রথম পর্ব শুরু হবে।কেন্দ্রীয় সরকার  অসম কে  আর বিপর্যয় মোকাবিলায় তেমন আর্থিক সাহার্য্য করে না।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অবাস্তব প্রস্তাব হাস্যকর।পুকুর কেটে বন্যার অতিরিক্ত জল ধারণ  প্রক্রিয়া  ।কানো দিন সফল হবে না। দেশ জুড়ে সবুজ ধ্বংস অব্যাহত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.