Header Ads

প্রধানমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী , ডোনাল্ড ট্রাম্প নেপালি সম্প্রদায় কে প্রশংসা করে ভরিয়ে

অমল গুপ্ত ,৫ এপ্রিল ,গুয়াহাটি : বিশ্বজুড়ে নেপালি সম্প্রদায়   উজ্জ্বল ভূমিকা গ্রহন করায় সর্বত্র প্রশংসা পাচ্ছে।  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  নেপালের মানুষকে  এবং কাঠমাণ্ডুর পূর করপোরেশন এর মেয়র  বালেন  শাহ নাম উল্লেখ করে   তার সততার কাজের প্রশংসা করেন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নেপালি সম্প্রদায়ের মানুষের এবং গোর্খা বাহিনীর প্রশংসা করেন  বলেন নেপাল ভারত পারস্পরিক  মিলে।চলছে বিশ্বে শক্তিশালী দেশ হিসাবে পরিগণিত হবে।তিনি নেপালকে হিন্দু রাষ্ট্র হিসাবে দেখতে চান
।অসমের মুখ্য মন্ত্রী    হিমন্ত বিশ্ব শর্মা  অসমের নেপালি  সম্প্রদায় কে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন অসমে নেপালি কোচ রাজবংশী সম্প্রদায়ের বিরুদ্ধে। বিদেশি ট্রাইব্যুনালে কোনও  অভিযোগ থাকলে বাতিল করা হবে। নেপালি, কোচ  জনগোষ্ঠীকে সব অভিযোগ থেকে মুক্ত করা হবে।উভয় জনগোষ্ঠী অসমের ভূমিপুত্র। হিমন্ত নেপালিদের পরম্পরা টুপি পড়ে নেপালি ভাষাতে ভাষণ দেন। প্রসঙ্গত ভারত ব্রিটিশ দের অধীনে  , পর মোঘলদের অধীনে ছিল নেপাল জন্ম থেকেই  স্বাধীন রাষ্ট্র। কোনদিন  পরাধীন ছিল না। নেপালের পোখরার মত পরিস্কার পরিচ্ছন্ন শহর খুব কমই আছে   দেখে  এলাম। নেপালের   ৭৫ শতাংশ যুবক যুবতী  নেপালে শিক্ষা শেষে বিদেশে  চাকরি করতে চলে  যায়। প্রতি বাড়িতে ১,২জন সদস্য বিদেশে থেকে। নেপালের বার্ষিক বাজেটের     অর্ধেকের বেশি টাকা বিদেশি মুদ্রাতে আসে।জল বিদ্যুৎ আর পর্যটন   নেপালের প্রধান আয়ের   উৎস মূলধন।কাঠমন্ডু বিশাল শহরে  শুধুই জাপান, জার্মান , কানাডা   যাওয়ার হাতছানি দিয়ে পোস্টার ব্যানার।সাইনবোর্ড ।  বিশ্বে নেপালিদের সততা বিশ্বাসযোগ্যতা   বিশ্ব মানের সম্মান মর্যাদা অর্জন করেছে। তাই নেপাল এত উন্নত।  কাঠ মুণ্ডুর মেয়র আপনি যত বড়লোক বা মন্ত্রী হন না কেন  পূর কর দিতেই হবে  বেআইনি নির্মাণ হলেই ভেঙে দেবে  কলকাতায় ৫০০ বেশি  বে আইনি বাড়ি আছে বলে জানা গেছে  ভাঙ্গার ক্ষমতা সরকারের নেই।। একবার পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করুন তো !  নেপালের জনসংখ্যা তিন কোটি ,এর মধ্যে ৮০ শতাংশ হিন্দু ,৫ শতাংশ মুসলিম , ৪ শতাংশ খ্রিষ্টান আর ৬ শতাংশ বৌদ্ধ  ধর্মের মানুষ বাস করে। নেপালিরা হিন্দু রাষ্ট্রের দাবি তে আন্দোলন করছে। ভারত সমর্থন করছে। ( অন্যদের সঙ্গে কাঠ মুণ্ডুর মেয়র বলেন শাহ  ছবি  )






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.