অসমের লাম ডিং শহরে উজ্জ্বল পরম্পরা মেনে শীতলা মেলা শুরু হল
অমল গুপ্ত ,গুয়াহাটি১এপ্রিল: : অসমের রেল শহর লা ম ডিং এর বসন্ত রোগ উপশমে বহু প্রাচীন কাল।থাকে শীতলা দেবীর আরাধনা পুজো অর্চনা করা হয়। এইবার ও ব্যতিক্রম হয়নি। যথাযোগ্য মর্যাদা সহকারে গতকাল রাতে ৮ দিন ব্যাপি বসন্ত মেলার সূচনা হয়। এই বিখ্যাত মেলায় সারা দেশের ভক্ত প্রাণ লোক এসে থাকেন।সংবাদিক স্বপন দাস জানান ৮,১০ লাখ মানুষ এসে থাকে। স্থানীয় বিজেপি বিধায়ক শিবু মিশ্র স্থানীয় মানুষদের পাশে নিয়ে মেলা উদ্বোধন করেন। বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সভাপতি অনিমেষ মজুমদার , সাধারণ সম্পাদক স্বপন দাস ,মন্দির কমিটির সভাপতি দেবাশীষ গুপ্ত , ডিভিশনাল রেলওয়ে মেনজার সমীর লাহানি প্রমুখ বহু মানুষ উপস্থিত ছিলেন। ক্ষোভের কথা শীতলা দেবীর মন্দিরের আধুনিকীকরণ সাজগোছ সংস্কার করা ইত্যাদির ক্ষেত্রে প্রাক্তন কংগ্রেস বিধায়ক স্বপন করের এক বিশাল ভূমিকা ছিল। তিনি সারাদিন দাঁড়িয়ে থেকে মাছবাজারের ড্রেন রাস্তা ঘাট নির্মাণ করে ছিলেন। আজ সেই স্বপন করকে দূরে রাখা হয়েছে। রেল শহরের জল সমস্যা জমি সমস্যা নিয়ে স্বপন কর রেলের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কয়েক রাউন্ড আলোচনা করে ছিলেন। প্রাক্তন কংগ্রেস মন্ত্রী গৌতম রায় দিমা হাসাও পাহাড়ি নদী থেকে পাইপ যোগে জল আনার নামে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কথা বেশ মনে আছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই শহরে চিলড্রেন পার্কে দাঁড়িয়ে প্রশংসা করে বলেছিলেন " বাঙালিরা গোলাপ ফুলের মত শোভা বর্ধন করে সুগন্ধ ছড়ায় ।" সেই বাঙালিকে সব অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে। গোলাপের সুগন্ধ শুকিয়ে গেছে।
কোন মন্তব্য নেই