মায়ানমার থাইল্যান্ড ৭,৭ রিখটার স্কেলে ভূকম্প বহু বাড়ি ভেঙে পড়েছে
নয়া ঠাহর ,গুয়াহাটি২৯ মার্চ গতকাল দক্ষিণ এশিয়া মায়ানমার থাইল্যান্ড ভয়ানক ভূমিকম্পের কবলে পড়ে ,রিখটার স্কেল ছিল ৭,৭ ।বহু বহুতল বাড়ি ভেঙে পরে। প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগেও ওই দুই শহরে ভূকম্প হয়েছিল। বহুতল প্রসাদ গুলি থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে পড়ে। জাপান সহ ওই দুই অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকা।দুই অত্যাধুনিক শহর প্রাণহানির খবর পাওয়া যায় নি।আজ উত্তরপূর্ব মণিপুর রাজ্যেও ৩,৭ রিখটার স্কেলে ভূমিকম্প খবর এসেছে।অসম সহ উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যেও ভূকম্প অনুভূত হয়েছে।ব্যাংকক এ ৩০ তলা বাড়ি ভেঙে পড়ে।এই ঘটনায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ কয়টি জেলাতে ভূকম্প অনুভূত হয়েছে।দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি মায়ানমার কে সাহায্যের আহবান জানিয়েছেন।
কোন মন্তব্য নেই