বিশ্ব জল দিবস উদযাপন প্রহসন ছাড়া কিছু নয়
অমল গুপ্ত ২৩ মার্চ ,গুয়াহাটি : গতকাল ঢাক ঢোল বাজিয়ে বিশ্ব জল দিবস উদযাপন করা হয়। ভারতের ৪৬ টির বেশি নদী দূষিত।ভারতের পবিত্র নদী গঙ্গা ,অসমের, ব্রহ্মপুত্র সহ অধিকাংশ নদ নদীর জল দূষিত। দেশের কলঙ্ক ভারতের রাজধানী নয়া দিল্লির পাশ ঘেঁষে বয়ে যাওয়া যমুনা নদী প্রায় পুরো টা দূষিত হয়ে গেছে দুর্গন্ধ ছড়াচ্ছে। কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত যমুনা নদীর ব্যাপক দূষণ রোধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এরপর জল দিবস পালনের কোনো মানে নেই। দেশের ২৫ হাজারের বেশি পবিত্র নদী গঙ্গা নদী দেশের যত আবর্জনা, প্লাস্টিক কারখানার বর্জ্য মানুষ পশু পাখি সবার মৃতদেহ ,নর্দমার , জুতো তৈরি কারখানার বিষাক্ত ময়লা সবই গঙ্গার বুকে ফেলা হয়। কাশী বেনারসের মর্নিকার্নিকা ঘাটে প্রতিদিন শয়ে শয়ে মৃতদেহ জ্বালানো হয়।সেই চিতার ছাই সবটাই পবিত্র গঙ্গা তে ফেলে দেওয়া হয়। সেই পবিত্র গঙ্গা আর পবিত্র হয়ে থাকেনা। বিশ্বের তিন ভাগ জল সবটাই লবনাক্ত ব্যবহার করা যায়না।মিষ্টি জলের পরিণাম মাত্র ৩ শতাংশ। সেই পানীয় হল নিয়ে বিশ্বের মানুষ লড়াই করছে। কৃষিজমিতে সার কীটনাশক দেওয়ার ফলে জল মাটি বিষাক্ত ।সঙ্গে জল দূষিত। বলার নেই কেউ। প্রতিবাদ করার কেউ নেই।সবাই রাজা। ভু গর্ভের জল ফুরিয়ে যাচ্ছে। কলকাতা সহ দেশে লাখ লাখ বাড়ি তৈরি হচ্ছে।ভূগর্ভের জল তুলে নেওয়া হচ্ছে। হিমবাহ দ্রুত গলছে। ব্যাপক জঙ্গল ধ্বংস ,সবুজ ধ্বংস। তাপমাত্রা বেড়েই চলেছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। প্রকৃতি ধংসের মূলে মানুষ।নীতিহীন চরিত্র হীন মানুষ মানসিকতা পরিবর্তন করতে না পারলে দূষণ প্রক্রিয়া চলতেই থাকবে।নদী দূষণ বন্ধ করা যাবেনা।এই প্রেক্ষিতে জল দিবস পালনের সার্থকতা নেই।
কোন মন্তব্য নেই