দিস পূর প্রেস ক্লাবের দশম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন
অমল গুপ্ত ,গুয়াহাটি : অসমের অগ্রণী প্রেস ক্লাব দিস পূর প্রেস ক্লাবে দশম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বৈকুণ্ঠ গোস্বামী সাংবাদিকের স্বাধীনতা খর্ব হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিশ্বের নানা প্রান্তে সাংবাদিকদের উপর অত্যাচার নিয়ে মুখ খোলেন। প্রাক্তন সভাপতি তথা নয়া ঠাহর এর সম্পাদক অমল গুপ্ত ,প্রাক্তন সভাপতি চন্দ্র কুমার শইকিয়া , জাফর সভাপতি সংবাদিক শংকর গোহাই সম্পাদক সঞ্জীব ফুকণ , আর এস এস এর উত্তর পূর্বের প্রবক্তা শংকর দাস , প্রমুখ কে সম্বর্ধনা দেওয়া হয়।সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায় দশম বার্ষিকী উপলক্ষ্যে রাজ্যে বাদিকে অভিনন্দন জ্ঞাপন করেন। সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে হয়েছিল।
কোন মন্তব্য নেই