মানুষ খুনের চেয়েও বড় অপরাধ গাছ কাটা : সুপ্রিমকোর্ট
অমল গুপ্ত ,গুয়াহাটি : ২৭!মার্চ : দেশের প্লাস্টিক মুক্ত দূষণ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে বিজেপি সরকার দিল্লির মসনদে বসেছিল। বড় দুর্ভাগ্য দেশের বন জঙ্গল ধ্বংস অব্যাহত ,প্লাস্টিক আবর্জনা বেড়েই চলেছে।দেশের প্রতিটি শহরের রাস্তাঘাট নলা নর্দমা জলাশয় নদনদী সব প্লাস্টিক আবর্জনা তে ভরে গেছে।দেশের মানুষ পরিবেশ বিমুখ। সচেতন নয়। গুয়াহাটি মহানগরে ক্রিকেট টুর্নামেন্ট চলছে।বর্ষাপাড়া অঞ্চলের ভয়ানক দূষিত নদী সবুজ কাপড়ে ঢে কে দেওয়া হয়েছে। যাতে বাইরের মানুষ দূষিত ভরলুর রূপ দেখতে না পায়। দেশের অন্যতম দ্রষ্টব্য স্থান তাজমহল কে দূষণের হাত থেকে রক্ষা করার জন্যে আশপাশের ১০, ৮০০ হাজার হেক্টর জমিতে গাছ লাগিয়ে দূষণ রোধের চেষ্টা করা হচ্ছে। আগরওয়ালা পদবীর এক অসাধু ঠিকাদার ওই সংরক্ষিত এলাকা থেকে ৪৫৪ টি গাছ কেটে ফেলে কোনো সরকারি অনুমতি ছাড়াই সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁঞা ,এবং বিচারপতি অভয় এস ওকা কে নিয়ে গঠিত ডিভিশন এক গুরুত্বপূর্ণ রায় দিয়ে ওই অসাধু ঠিকাদার কে বেআইনি কাটা ৪৫৪ টি গাছ পিছু এক লাখ টাকা করে জরিমানা করে ৪৫৪ লাখ টাকা অবিলম্বে আদালতে জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন।সেই সঙ্গে ওই এলাকাতে দুগুন গাছ লাগাবার নির্দেশ দিয়েছেন।যারা আইন প্রণয়ন করেন পার্লামেন্ট এর সাংসদ দের বেতন ভাতা ২৪ শতাংশ বাড়ানো হল যাদের অধিকাংশের শিক্ষার অভাব ,একাংশ দুর্নীতিপরায়ণ। দেশের কথা পরিবেশ প্রকৃতি নিয়ে ভাবনার সময় নেই, দুহাত ভরে শুধুই লুট লুট।দেশের ভয়ানক সমস্যা নিয়ে কেউ ভাবেন না। জলবায়ু পরিবর্তন নিয়ে নূন্যতম ধারনা নেই। ব্যাপক হারে সবুজ ধংসে তাদের ভূমিকা ।ন্যাক্কারজনক।
কোন মন্তব্য নেই