Header Ads

মায়ানমার ,থাইল্যান্ড আজ ৭,৭ রিখটার স্কেলে ভূমিকম্প

নয়া ঠাহর ,গুয়াহাটি : দক্ষিণ পূর্ব এশিয়ার মায়ানমার থাইল্যান্ড  প্রবল ভূমিকম্প  সব ধুলিস্যাৎ হয়ে যায়।হাজার হাজার ঘর বাড়ি গুড়িয়ে যায়।এযাবৎকালের এই বড় মাপের ৭,৭ রিখটার স্কেলে ভূমিকম্প হয়নি। উত্তর পূর্বাঞ্চলের  মণিপুর  সহ আশপাশ কেঁপে উঠে।রিখটার স্কেলে ৩,৮ অনুভূত হয়। অসমের আশপাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.