বাংলাদেশের চট্রগ্রামে জেল বন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার চক্রান্ত
নয়া ঠাহর ,অমল গুপ্ত ,গুয়াহাটি : বাংলদেশে চট্রগ্রামে জেল বন্দি চিন্ময় প্রভুকে হত্যার চক্রান্ত চলছে।আজ ২৪ মার্চ গুয়াহাটি থেকে প্রকাশিত দৈনিক যুগোশঙ্খ সংবাদপত্রে এই বিস্ফোরক দাবি করা হয়েছে।সংবাদিক রক্তিম দাস তাঁর প্রতিবেদনে এই দাবি করে বলেছেন নানা ভাবে বিচার বিলম্ব ঘটানো হচ্ছে। চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার শর্মা ইউনূস সরকারের বিচার ব্যবস্থার প্রহসনের অভিযোগ করেছেন। হাইকোর্ট বারবার শুনানির নামে রায় বিলম্ব ঘটানো হচ্ছে। গত ৪ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করে জানানো হয় জামিন দেওয়া যাবেনা।
কোন মন্তব্য নেই