Header Ads

অসমের দিস পূর প্রেস ক্লাবে দশম বার্ষিকী অনুষ্ঠান ২৯ মার্চ

অমল গুপ্ত ,গুয়াহাটি :২৮ মার্চ : অসমের দিস পূর প্রেস ক্লাবে দশম বার্ষিকী অনুষ্ঠান আগামী ২৯ মার্চ গনেশ মন্দির সঙ্গীত প্রাঙ্গণে। ক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়  এই অনুষ্ঠানে যোগ দেবার জন্যে সবাই কে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান রাজ্যের প্রতিষ্ঠিত কয়েকজন সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে  সঙ্গীত পরিবেশন করবেন। আগামী কাল ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা হবে।এই ক্লাবের প্রাক্তন সভাপতি অমল গুপ্ত এই দশম বার্ষিকীর সফলতা কামনা করেছেন।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.