Header Ads

বিশ্ব কবিতা দিবস গান, কবিতা নৃত্যের ডালি সাজিয়ে উপহার দিল বাংলা সাহিত্য সাংস্কৃতিক মঞ্চ

অমল গুপ্ত ,  Lam ding:    গান ,কবিতা  ,নৃত্যের ডালি সাজিয়ে বিশ্ব কবিতা দিবস পালন করলো  লামডিংয়ের :বাংলা সাহিত্য সাংস্কৃতিক  মঞ্চ,অসম।গত ২১ মার্চ   ইউনেস্কো বিশ্ব কবিতা দিবস  উদযাপনের  সঙ্গে  সঙ্গতি রেখে  অসমের রেল শহর ল্যামডিং  শহরে  লিটল স্টার একেদেমি র ওনিজস্ব প্রেক্ষাগৃহে   বাংলা  সাহিত্য সংস্কৃতি মঞ্চের  কবিতা দিবস উদযাপন করা হয়। মহিলা সংগঠন।নন্দিনী ,লিটল স্টার আকডেমী   এবং সাহিত্য মঞ্চ যৌথ ভাবে আর্ন্তজাতিক দিবস টি পালন করে। এই দিবসে অসমের সাংবাদিক অমল গুপ্তের  পরিবেশ বিষয়ক গ্রন্থ "জল  জঙ্গলের আত্মকথা"  উন্মোচন করা হয়।  এর আগে এই বইটি কলকাতা  প্রেস ক্লাবে ,গত ২২ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে। উন্মোচন করেন আনন্দবাজারের বিশিষ্ট সাংবাদিক    সুমন  ভট্টাচার্য ।  বইটি পরিবেশ সংরক্ষণ কে   অগ্রাধিকার দেওয়া হয়েছে। জল সংরক্ষণ পরিবেশ দূষণ  প্রাধান্য পেয়েছে।   
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Lumding মহিলা কলেজের অধ্যক্ষা মন্দিরা দাস শর্মা, আসাম তথা উত্তর পূর্বাঞ্চল এর বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক মন্টু লাল আচার্য, আসাম এর বরিষ্ঠ সাংবাদিক তথা ঠাহর নিউজ পোর্টাল এর সম্পাদক অমল গুপ্ত, সহিত্যিক গবেষক ও সংগীত শিল্পী প্রণব আচর্য্য, সংবাদ কর্মী দান্দিরাজ দহল, বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের সভাপতি অনিমেষ মজুমদার।
এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন মন্টু লাল আচার্য, প্রবীর ভৌমিক, রত্নেশ্বর রায়, লীলা চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় কর, রুমা বসাক, তাপসী বড়ুয়া। কবিতার উপর নৃত্য পরিবেশন করেন বনশ্রী আচার্য, মঞ্জিশটা ঘোষাল, প্রিয়া ভদ্র দাস। আবৃত্তি করেন রাজেশ বোস, মনোসিজ ঘোষাল, রিঙ্কু নাগ, সাক্ষী দাস। উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন নন্দিনীর সদস্যরা।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন লিটিল স্টার আকাদেমির অধ্যক্ষা জয়শ্রী আচার্য।সার্বিক ভাবে সহযোগিতা করেন স্বপন দাস।


স্বরচি




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.