১৪০ কোটি মানুষের সরকার বাংলাদেশে বন্দি একসাধুর প্রাণ বাঁচাতে পারছে না, বড় লজ্জার
নয়া ঠাহর , অমল গুপ্ত ,গুয়াহাটি : বাংলদেশে হিন্দুদের উপর অত্যাচার অব্যাহত ,নারীধর্ষণ চলছে।ইউনূস বাহিনী চরম ব্যর্থ।পাকিস্থান পন্থী জেহাদি দুষ্টচক্র জামাত এই অপরাধের সঙ্গে জড়িত। ভারতের একসাধু বিনাবিচারে বন্দি চিন্ময় কৃষ্ণ ।অসুস্থ চিকিৎসা করা হচ্ছে না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন বলে খবর এসেছে।ভারতের বিজেপি সরকার হিন্দুদের রক্ষার দিকথেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত চুপ বড় লজ্জা বড় বেদনা বাঙালি না হয়ে পঞ্জাবি, গুজরাটি, মারাঠি শিখ বা অন্য জাতি হলে বিজেপি এগিয়ে আসতো এই অভিযোগ উড়িয়ে দেওয়া যাবে না। বড় লজ্জা পরিতাপের কথা চিন্ময় কৃষ্ণ আজও জেলে অনাহারে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে। ঠিকমত ঔষধ পত্র দেওয়া হচ্ছেনা।ভারতের মানুষ তাকে ভুলেই গেছে। মেরুদণ্ডহীন দুর্বল হিন্দুদের পাশে কেউ নেই। পশ্চিমবঙ্গের। বাঙালি মুসলিম তৃনমূল ভোটের সময় জেগে উঠে । আজ বাংলদেশে হিন্দু নির্যাতন দেখাও চুপ। ওপারের হিন্দুদের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শুধুই অত্যাচার চলছে।ওপারের মুসলিমরা সব দেখেও প্রতিবাদ করছে না এপারের মুসলিমদের সব অধিকার থেকে সুরক্ষিত। অথচ ভারতের ধর্মগুরু ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ যাদের ভারতে শতাধিক দেশে শাখা ছড়িয়ে আছে তারা নীরব প্রতিবাদ করবে না! বাংলাদেশের ক্ষতবিক্ষত হিন্দুদের একজোট করে হিন্দুদের অধিকার আদায়ের লড়াই জোর কদমে চালাচ্ছিলেন এই সাধু তাকেই দমিয়ে দেওয়ার সব চেষ্টা করেছে বাংলাদেশের ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্থান।তারা ৩০লাখ সেনা হত্যা করেছিল ৪ লাখ। হিন্দু রমণীকে ধর্ষণ করেছিল আজ সেই পাকিস্থান ইউনূস সায়েব দের বড় বন্ধু! আর ভারত সরকার হিন্দু নির্যাতন দেখেও চুপ নিরবতা পালন করছে। বিজেপি কি হিন্দু বিরোধী? তবে কেন তাদের পাশে দাঁড়াচ্ছে না। নির্বাচনের সময়তো এই হিন্দুরা বিজেপি পাশে দাঁড়ান। বিজেপি কে জেতান। পশ্চিম বঙ্গের হিন্দুরা ঘুমিয়ে আছে একখানা মেরুদন্ড ছিল আজ তাও সোনালী অতীত। শুধু বাংলদেশে নয় পশ্চিমবঙ্গ
অসম ,ঝাড়খণ্ড ত্রিপুরা সর্বত্র হিন্দুদের অধিকার নানা ভাবে খর্ব করা হচ্ছে। নেতাজির জাতের এত দুর্দশা এত অবিচার ? কোনো প্রতিবাদ নেই? এই জাত কি রক্ত শূন্য হয়ে গেল। একটাই মেরুদন্ড ছিল তাও অতীত ? পরের দয়াতে বেঁচে থাকতে হবে। বাঙালি হিন্দুদের এতো অধপতন আগে চার দশকের সাংবাদিক জীবনে আমি আগে দেখেনি। গত ২৩ মার্চ আসানসোল শহরে বাঙালি হিন্দুদের নিজস্ব মাটিতে বহিরাগত দের হামলার খবর এসেছে। "বাংলা পক্ষে" প্রতিবাদ করেছে।
কোন মন্তব্য নেই