Header Ads

আবার ট্রেন দুর্ঘটনা , ব্যাঙ্গালুরু - কামখ্যা এক্সপ্রেস ট্রেন ,১১ বগি লাইন থেকে পড়ে গেছে।

নয়া ঠাহর , অমল গুপ্ত , ৩০ মার্চ :গুয়াহাটি :আজ  উড়িষ্যা তে  ব্যাঙ্গালুরু কামখ্যো এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে। এপর্যন্ত একজন মারা গেছে 17  জন আহত হয়েছে।১১ টি বগি লাইন চ্যুত হয়েছে।  কেন্দ্রীয় রেল মন্ত্রক আর যাত্রীদের নিরাপত্তা দিতে পারছে না সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বন্দে ভারত চললেই হল।বাকি সাধারণ যাত্রীদের কথা চিন্তা করে না।গরীব জনসাধারণের রুটি রোজকার  বন্ধ করে রেল স্টেশন গুলি থাকে বুক স্টল ,থেকে সাধারণ স্টল উৎখাত করে লাখ লাখ টাকা দিয়ে বড়লোকদের আয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রেলে কয়েকলাখ শূন্য পদে নিয়োগ হচ্ছে না।  ট্রেনের চালক সহ অন্য কর্মীদের অতিরিক্ত ডিউটি দেওয়া হচ্ছে। রাতের ট্রেনে নিরাপত্তার বড় অভাব। টিটি বাবুদের দেখা যায় না। টিকিট রিজার্ভেশন নামে ব্যাপক দূর্নীতি।তৎকাল টিকিট বুকিংয়ে দূর্নীতি।  আগে আসা ব্যক্তি কে টিকিট না দিয়ে দালালদের অর্থ দিয়ে  পরে আসা বুক্তিদের টিকিট ইস্যু করার অভিযোগ আছে।



 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.