Header Ads

সরকারি টাকার অপচয় নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুখ খুললেন

অমল গুপ্ত , ২০ ফেব্রুয়ারি ,কোলকাতা ;   অসমের  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা    ক্ষমতায় আসীন হওয়ার পর   পারিবারের নামে বহু সম্পত্তি কিনেছেন  ,বহু মাটি কিনেছেন বলে  অভিযোগ । আর সেই  সব অভিযোগ নিয়েই   হিমন্ত বিশ্ব শর্মার নাম  না করেই  কেন্দ্রীয় জাহাজ  মন্ত্রী সর্বানন্দ  সনোয়াল   বিতর্ক তুলে দেন
 মন্তব্য করেন সরকারি টাকায় সম্পত্তি গড়া যায় না। জনগণের কাছে জবাব দেহি করতে হয়। কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  যোগীগোপা তে প্রায় একশো কোটি টাকা ব্যয় করে টি ডাবলু টি টার্মিনাল গড়ছেন।এর ফলে ভুটান বাংলদেশে উপকৃত হবে।  অসম  বিধানসভাতে বিরোধী বিধায়ক অখিল গগৈ  মুখ্যমন্ত্রীর সম্পত্তি নিয়ে খোঁচা দিয়েছিলেন।পাল্টা মুখ্যমন্ত্রী  অখিল গগৈ এর  অভিজাত এলাকায়  জমি কেনা নিয়ে কটাক্ষ করেন। অসমে কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনের উপর দুষ্কৃতীদের আক্রমণ নিয়ে রাজ্যে রাজনীতি তে সোরগোল পড়ে গেছে। নিজের জায়গায় জনপ্রিয় সাংসদ রকিবুল  কে আক্রমণ করা হয়। বিরোধী দলপতি দেবব্রত সাইকীয়া ,কংগ্রেস সভাপতি ভূপেন  বড়া প্রমুখ  অভিযোগ করেন ভারতে  এই প্রথম সংসদ কে আক্রমণ করা হয়। মুখ্যমন্ত্রী বলেছেন  রূপ হির মত জায়গায়   সাংসদ কে আক্রমণ করা হল আক্রমণ কারীরা মুখে কাল কাপড়  পড়ে  আসবে। মুখ্যমন্ত্রী আস্বাস দেন সাংসদ রকিবুল রূপ হি অঞ্চলে গেলে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে ।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.