আগামী ২২ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে "জল জঙ্গলের আত্মকথা " শীর্ষক গ্রন্থ টি উন্মোচন করা হবে
নয়া ঠাহর ,কোলকাতা: কোলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহা শীষ সুরের হাতে আজ সন্ধায় ক্লাবে সাংবাদিক অমল গুপ্ত র' জল জঙ্গলের আত্মকথা" নামে পরিবেশ বিষয়ক গ্রন্থটি তুলে দেওয়া হয়। অসম বাংলার নিউজ পোর্টাল নয়া ঠাহর এর সম্পাদক তথা গ্রন্থটির লেখক অমল গুপ্ত প্রেস ক্লাবের পঙ্কজ দাস ,সংবাদিক কিরন কুমার মুখার্জী প্রমুখের উপস্থিতিতে সভাপতি সুর এর হাতে গ্রন্থটি তুলে দেন। আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার কলকাতা প্রেস ক্লাবে বেলা ৩,৩০ মিনিটে গ্রন্থ টি আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। রাজ্যের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই