Header Ads

শতাব্দী প্রাচীন দল কংগ্রেস শূন্য পেয়ে হ্যাটট্রিক দিল্লী বিধানসভায়

নয়া ঠাহর ,কোলকাতা : দিল্লির  বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল  যমুনা দূষণ , দিল্লী পরিবেশ   দূষণ ,আবগারি দূর্নীতি ইত্যাদি পরাজয়ের অন্যতম কারণ।কংগ্রেস দলের কোনো নীতি ছিল না শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী ,রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পরিবার  যে বিপুল সম্পত্তির অধিকারী    এই দলের নিজস্ব কোনো নীতি নেই।    আর্দশ নেই। সংবিধানের নামে রাহুল গান্ধী  দেশকে ভাগ করছে। তৃনমূল দলের মত  আপের সংখ্যা লঘু  তোষণ দেশের ধর্মনিরপেক্ষ নীতি তে ফাটল ধরিয়েছে।   বিজেপি  এখন সংখ্যালঘু অঞ্চলের ভোট পাচ্ছে। পশ্চিমবঙ্গে ও এই ধারা অব্যাহত থাকবে।অসমে একই চিত্র সংখ্যা লঘু অঞ্চলের ভোট বিজেপি পকেটে ঢুকছে।বিজেপি দল এখন সংখ্যালঘু দলের দিকে  ঢুকছে। বাংলার ৩৩ শতাংশ মুসলিম ভোট এবার বিজেপি দিকে ঝুঁকছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.