Header Ads

বাংলা ভাষা আমাদের গর্ব

মোদের গরব

দেবদূত ঘোষঠাকুর 
১৯/০২/২০২১

দু দিন পরেই ভাষা দিবস
কত যে হবে অনুষ্ঠান 
গান, কবিতা সবই হবে 
হবে কত ভাষণ দান। 
কেউ আবার গলা ছেড়ে
সামনে তাঁকে দেখতে পাই
প্রতুল দা কে পড়ছে মনে
তাই 'বাংলায় গান গাই'।
গলা ছেড়ে গাওয়ার মতো
আমার গলায় কোথায় সুর?
প্রতুল দা কে মনে রেখে
ভেসে চলি অনেক দূর।
এই একটা দিনে অনুষ্ঠানে 
কেন 'স্মরণ' মাতৃভাষা 
ভুলে যাচ্ছি ওটাই আসল
'মোদের গরব মোদের আশা'।
মাতৃ ভাষার কদর কেন
এই একটি দিনের তরে? 
ভাষা দিবস হোক পালন
সারা বছর‌ ধরে।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.